Homeবিনোদনকলকাতা মাতালেন ব্রায়ান অ্যাডামস | কালবেলা

কলকাতা মাতালেন ব্রায়ান অ্যাডামস | কালবেলা

[ad_1]

পূর্বের ঘোষণা অনুযায়ী কলকাতার অ্যাকুয়াটিকায় (৮ ডিসেম্বর) রবিবার কনসার্ট করলেন কানাডিয়ন রক লিজেন্ড ব্রায়ান অ্যাডামস। এই কনসার্টের মধ্য দিয়ে তার ভারত সফর শুরু হয়েছে। খবর: এনডিটিভি

কলকাতায় এই শিল্পী পা রাখেন (৭ ডিসেম্বর) শনিবার। তার জন্য কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস। এরপর কনসার্টে তার প্রতি শ্রোতাদের ভালোবাসা দেখে রীতিমতো উচ্ছ্বসিত গায়ক নিজেই। এরপর একে একে তিনি গেয়ে শুনান নিজের কালজয়ী বেশকিছু গান। যা শুনতে শ্রোতাদেরও গুনতে হয় মোটা অর্থ।

এর আগে ভারতে পাঁচবার এলেও, কলকাতায় ব্রায়ানের একবারও আসা হয়নি। তাই প্রথমবারা এই শহরে এসেই মুগ্ধ কানাডিয়ান এই রক লিজেন্ড।

তার শো উপভোগ করতে রাখা হয় কয়েক স্তরের টিকিট। তার মধ্যে সর্বোচ্চ ১,৯৬৯ রুপি দামে বিক্রি করা হয় ভিআইপি টিকিট। এ ছাড়া সর্বনিম্ন টিকিট মূল্য ছিল ৯ হাজার রুপি।

এই সফরে অ্যাডামস গুরুগ্রাম, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও সবশেষ ১৭ তারিখ গোয়ায় কনসার্ট করবেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত