Homeবিনোদনকাজলকে পাত্তা দিলেন না অজয়? টাবুর সঙ্গে পুরোনো রসায়নে ফের বিতর্ক

কাজলকে পাত্তা দিলেন না অজয়? টাবুর সঙ্গে পুরোনো রসায়নে ফের বিতর্ক

[ad_1]

বলিউড তারকাদের ব্যক্তিগত মুহূর্ত সবসময়েই থাকে নজরকাড়া। তবে এবার আলোচনার কেন্দ্রে অজয় দেবগণ ও কাজল। সম্প্রতি ‘মা’ ছবির প্রচারে মুম্বাইয়ের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। কাজল ছিলেন ছবির মুখ্য চরিত্রে, অজয় প্রযোজকের ভূমিকায়। কিন্তু তাদের পরস্পরের আচরণ নিয়েই উঠছে নানা প্রশ্ন।

ইভেন্টের একটি ছোট্ট মুহূর্তই এখন ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কাজল তিনবার তাকিয়েছেন অজয়ের দিকে। কিন্তু অজয় একবারও স্ত্রীর দিকে ফিরেও তাকাননি। তার দৃষ্টি ছিল সাংবাদিকদের দিকেই। স্বাভাবিক ভাবেই এই ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

অনেকেই বলছেন, একজন স্ত্রী যখন এমনভাবে স্বামীর দিকে তাকান, সেখানে স্বামীর প্রতিক্রিয়া না পাওয়া অস্বাভাবিকই বটে। কেউ বলছেন, এটা শুধুই ‘মিস কমিউনিকেশন’, আবার কেউ তুলেছেন অজয়ের অতীতের ‘রসায়ন’ প্রসঙ্গ।

ঠিক সেই সময়েই সামনে আসছে অজয় ও টাবুর পুরোনো কিছু ভিডিও ক্লিপ। যেখানে তাদের দারুণ খুনসুটি, হেসে গড়ানো মুহূর্ত, এমনকি টাবুকে চুম্বন খেতে দেখা যাচ্ছে অজয়ের গালে। এমন স্বাভাবিক, প্রাণবন্ত বন্ধুত্বের ছবি অনেকের কাছেই ‘কাজল-অজয়’ রসায়নের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত।

একজন টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘এটাই স্বাভাবিক, বউকে অনেকে ভয় পান, বন্ধুর সঙ্গে বরং মজা করতে স্বাচ্ছন্দ্যে!’ মন্তব্যটি মজার হলেও, অনুরাগীদের একটা বড় অংশ এখন দুই সম্পর্কের তুলনাতেই ব্যস্ত।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত