Homeবিনোদনকানের বাণিজ্যিক শাখায় ‘বাঙালি বিলাস’

কানের বাণিজ্যিক শাখায় ‘বাঙালি বিলাস’


কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। এবার জানা গেল কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।

প্রতিবছরের মতো কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবারও থাকছে নানা আয়োজন। নির্মাতা এবাদুর জানিয়েছেন, ১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাঙালি বিলাস নিয়ে উপস্থিত থাকবেন তিনি। মার্শে দ্যু ফিল্ম বিভাগে ১৮ মে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের বাঙালি বিলাস দেখানো হবে বলে জানান এই নির্মাতা।

যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে নির্মিত হয়েছে বাঙালি বিলাস। নির্মাতা জানান, এখানে রয়েছে ‘ফিল্ম-উইদিন-এ-ফিল্ম’ কাঠামো; যেখানে দুটি মুসলিম নারী চরিত্র—মিত্রা ও রুশতী এক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে। ১৯০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি ভাষায়। সিনেমার ইংরেজি নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’।

এবাদুর রহমান বলেন, ‘বাঙালি বিলাস শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত বাঙালি সিনেমার কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।’

বাঙালি বিলাস সিনেমায় অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম প্রমুখ। আরও আছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন; যিনি ভারতীয় নির্মাতা কিউয়ের ‘গান্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন।

সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা। নির্মাতা এবাদুর জানিয়েছেন, বাঙালি বিলাস ইতিমধ্যে আন্তর্জাতিক পরিবেশক ও উৎসব আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

১৩ মে ফ্রান্সের কান সৈকতে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। ২৪ মে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত