নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা করে নিয়েছে, যা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি মর্যদার বিষয়। কারণ এর আগে এই বিভাগে কোনো স্বল্পদৈর্ঘ্য সিনেমাই নাম লেখাতে পারেনি।
‘আলী’ আদনান আল রাজীবের নির্মাণে এর প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।
স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নিয়ে নিজের আনন্দের কথা প্রকাশ করে রাজিব জানান, খবরটি তার এবং গোটা টিমের জন্য আনন্দের। তবে উৎসবের কিছু নিয়ম থাকায় এখনই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নিয়ে খোলামেলা কিছু বলতে পারছেন না তিনি। তবে জানিয়েছেন ২০২৪ সালের নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। এর গল্পে দেখানো হবে, ব্যক্তিজীবনের ভেতর দিয়ে একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করছেন তিনি।