Homeবিনোদনকার্টুনিস্টের চরিত্রে ঋতুপর্ণা | কালবেলা

কার্টুনিস্টের চরিত্রে ঋতুপর্ণা | কালবেলা


ক্যারিয়ারের শুরু থেকেই বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বড় পর্দায় অভিষেক হয় তার ‘শ্বেত পাথরের থালা’ সিনেমা দিয়ে। এরপর ৩০ বছরের বিশি সময় ধরে কাজ করে চলেছেন তিনি। এর মধ্যে প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন ঋতু। দীর্ঘ এ সময়ে অসংখ্য সুপার হিট সিনেমা উপহার দেওয়া এই নায়িকাকে এখন আর বাণিজ্যিক সিনেমায় দেখা যায় না। অভিনয় করেন গল্পনির্ভর ছবিতে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পেতে যাচ্ছে তার ‘ম্যাডাম সেনগুপ্ত- আবোল তাবোল হত্যা রহস্য’ সিনেমা। যার মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সব ঠিকঠাক থাকলে আগামী ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ছবির পোস্টার বেশ অন্যরকম। কাঁধ ছাপানো খোলা চুল, গাঢ় রঙের শাড়ির সঙ্গে ক্যাট আই ফ্রেম চশমায় নয়া অবতারে ধরা দিয়েছেন ঋতুপর্ণা।

এর গল্পে দেখা যাবে- বিয়ে বিচ্ছিন্না ‘ম্যাডাম সেনগুপ্ত’র স্বামী নিখোঁজ হয়ে যান। সে রহস্যের তদন্তে নেমে পড়তে দেখা যাবে ঋতুপর্ণাকে। তাকে সঙ্গ দেবেন রাহুল বোস। সিনেমায় ঋতু আর রাহুল ঘনিষ্ঠ বন্ধু। রহস্য উদঘাটনের পথে একসঙ্গে হাঁটবেন তারা।

সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। এতে কার্টুনিস্টের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। সিনেমায় আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন ও অনন্যা চ্যাটার্জি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত