Homeবিনোদনকিং সিনেমায় সুহানা ও শাহরুখের সঙ্গী হচ্ছেন দীপিকা

কিং সিনেমায় সুহানা ও শাহরুখের সঙ্গী হচ্ছেন দীপিকা

[ad_1]

দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে। এ বছর ব্যস্ত থাকবেন তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। জানা গেছে, আগামী ১৮ মে থেকে মুম্বাইয়ে কিং সিনেমার শুটিং শুরু হবে। এ সিনেমায় তাঁর মেয়ে সুহানা খানও থাকবেন।

কিং সিনেমায় কে হবেন শাহরুখের নায়িকা, এ নিয়ে নানা জল্পনা ছিল। অবশেষে জানা গেল সেটাও। পাঠানের পর কিংয়ে আবার শাহরুখের সঙ্গী হবেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর এ সিনেমা দিয়েই পর্দায় ফিরবেন দীপিকা। জানা গেছে, কিং সিনেমা নিয়ে পরিকল্পনার শুরু থেকেই শাহরুখের ভাবনায় ছিলেন দীপিকা। তবে অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় বিকল্প চিন্তা করতে হয় কিং টিমকে। এ সময় কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের কথাও ভাবা হয়েছিল। নানা কারণে পিছিয়েছে কিংয়ের শুটিংয়ের তারিখ। তাই এখন শুটিংয়ের শিডিউল দিতে পারছেন দীপিকা।

সুহানা খান। ছবি: ইনস্টাগ্রাম
সুহানা খান। ছবি: ইনস্টাগ্রাম

ওটিটি প্লে জানিয়েছে, পাঠানে দীপিকার স্বল্প উপস্থিতি থাকলেও কিংয়ে তিনি বড় চরিত্রেই অভিনয় করবেন। অক্টোবরে দীপিকার শুটিং শিডিউল রাখা হয়েছে। ১০ থেকে ১২ দিন শুটিং করবেন তিনি। শাহরুখ, দীপিকা, সুহানা ছাড়াও কিং সিনেমায় আরও অভিনয় করবেন অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা প্রমুখ। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এ সিনেমায়, যেটি অমিতাভ বচ্চনের করার কথা রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

কিং সিনেমার সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর, গানগুলোতে সুর দেবেন শচীন-জিগার। শুটিং হবে ভারত ও ইউরোপের বিভিন্ন লোকেশনে। প্রথমে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সুজন ঘোষের। তবে বিভিন্ন কারণে সুজয় সরে দাঁড়ালে পরিচালনার ভার নেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর পরিচালনায় কিং মুক্তি পাবে ২০২৬ সালের শেষ ভাগে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত