Homeবিনোদনকিয়ারার নতুন ঝলক | কালবেলা

কিয়ারার নতুন ঝলক | কালবেলা

[ad_1]

ভারতীয় অভিনেতা রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গেম চেঞ্জার’র ১ মিনিট ২৮ সেকেন্ডের টিজার ও কিয়ারার নতুন লুকের পোস্টার প্রকাশ পেয়েছে। টিজারে রামকে শান্ত এক মানুষ হিসেবে অভিহিত করা হয়। তবে কোনো অন্যায় বা অনিয়ম হলে তার রূপ হয়ে ওঠে ভয়ংকর প্রলয়ংকরী ঝড়ের মতো।

এ ছাড়া প্রকাশিত পোস্টারে কিয়ারা নতুন এক লুকে উপস্থিত হয়েছেন, যা আগের তুলনায় একেবারে ভিন্ন। তার এ নতুন লুকটি সিনেমার থিম ও চরিত্রের গভীরতা পোস্টারে তুলে ধরেছে। যে কারণে ভক্তদের মধ্যে অনেক প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি করেছে। এমন লুকে এর আগে কোনো সিনেমায় তাকে দেখেনি দর্শক।

প্রকাশিত পোস্টারে কিয়ারাকে আইস ব্লু গাউন পরতে দেখা যায়, যা চোখে পড়ার মতো সূক্ষ্ম ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। ফুল স্লিভড এই ড্রেসটিতে ছিল প্যাডেড শোল্ডার। তবে গাউনটির আকর্ষণীয় স্থান ছিল, এর মাঝখানে থাকা বিশাল কাটআউট, যা অভিনেত্রীকে সুন্দরভাবে উপস্থাপন করেছে।

২০২৩ সালে বিগ বাজেটের সিনেমা গেম চেঞ্জারে চুক্তিবদ্ধ হন কিয়ারা। এটি পরিচালনা করছেন এস শংকর। এর আগে রাম ও কিয়ারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন।

রাম চরণ ও কিয়ারা ছাড়াও গেম চেঞ্জারে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া ও জয়ারাম। এটি নির্মাণে খরচ ধরা হয়েছে ১৭০ কোটি রুপি। ২০২৫ সালের ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত