Homeবিনোদনকে দিল শাকিব-সাবিলার লিচু বাগানে বেড়া?

কে দিল শাকিব-সাবিলার লিচু বাগানে বেড়া?

[ad_1]

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রতীক্ষায় থাকা রায়হান রাফির বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে জমে উঠেছে চর্চা। এবার সেই আগুনে ঘি ঢেলে দিল নতুন গান ‘লিচুর বাগানে’। গানটির সবচেয়ে আলোচিত লাইন ‘কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে?’। এর সূত্র ধরেই উঠেছে প্রশ্ন ‘সত্যিই, কে দিল এই বেড়া?’

সোমবার রাতে প্রকাশিত গানটির রোমান্স, রঙিন লোকজ উপস্থাপনা আর ব্যতিক্রমী পুঁথি ধারার বর্ণনা দর্শকদের মুগ্ধ করেছে। গানের দৃশ্যায়নে শাকিব খান ও সাবিলা নূরের রসায়ন যেমন নজর কেড়েছে, তেমনি পালকিতে বসা দৃশ্য আর শাকিবের তাণ্ডবী উপস্থিতিও হয়েছে চর্চার বিষয়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। সুর ও সংগীতায়োজন প্রীতমেরই, আর কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। কোরিওগ্রাফিতে রয়েছেন বাবা যাদব ও রুহুল আমিন।

চরকি, এসভিএফ ও দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি ইতোমধ্যেই ভাইরাল। গানটির একটি কমেন্টে এক দর্শক লিখেছেন, ‘এযাবৎকালের সেরা আইটেম সং। রোমান্টিকের পাশাপাশি পুঁথি স্টাইলের কাহিনি দুর্দান্ত কম্বিনেশন।’

এ গান নিয়ে ভক্তদের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে লিখেছেন নির্মাতা রাফি এবং খোদ শাকিব খানও। পরিচালক লেখেন, ‘লিচুর বাগানে শতভাগ দেশী।’ শাকিব খান লিখেছেন, লিচুর বাগানে ‘তাণ্ডব’ শুরু!। বাদ যাননি সাবিলা নূরও। ক্যাপশনে তিনি লেখেন, ‘কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে?’

এর আগে প্রকাশিত হয়েছে ‘তাণ্ডব’-এর টাইটেল ট্র্যাক, টিজার ও পোস্টার। টাইটেল ট্র্যাকে দেখা যায়, ছবির কাহিনি আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে। সিনেমায় শাকিব খান আছেন প্রধান চরিত্রে, জয়া আহসান বিশেষ ভূমিকায়, আর প্রথমবার বড় পর্দায় এসেছেন সাবিলা নূর। প্রযোজনায় রয়েছেন, আলফা আই, সহপ্রযোজনায় এসভিএফ ও চরকি, সহযোগিতায় দীপ্ত।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত