Homeবিনোদনক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা  

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা  


ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারের দ্বিতীয় ধাপে (স্টেজ টু) আক্রান্ত হয়েছেন। বিষয়টি এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। গত কয়েক সপ্তাহ ধরে পেটের ব্যথায় ভোগার পর কীভাবে তার জীবনে এমন পরিবর্তন হয়েছে তা ওই পোস্টে ভক্তদের জানিয়েছেন দীপিকা।

দীপিকা কক্কর জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটি ছিল। তিনি লিখেছেন, ‘আপনারা সবাই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল আমার পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যাই। পরবর্তীতে চিকিৎসকরা লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার খুঁজে পায় এবং এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসারাস)।’

দীপিকার ভাষ্য, ‘আমি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে এর মুখোমুখি হব এবং আরও শক্তিশালী হয়ে বের হতে পারব! পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে, তা আমাদের যাত্রা আরও সহজ করে তুলবে। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

সাসুরাল সিমর কা ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন দীপিকা। কিছুদিন আগেই ইউটিউব চ্যানেলে স্বামী শোয়েব ও দীপিকা তাদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। তারা জানিয়েছিলেন যে, চলতি সপ্তাহে যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে কারণ দীপিকার জ্বর এখনও পুরোপুরি কমেনি।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে স্নাতক সম্পন্ন করে বিমানবালা হিসেবে ক্যারিয়ার শুরু করেন দীপিকা কাক্কর। কিন্তু অসুস্থতাজনিত কারণে ৩ বছর পর এ চাকরি ছেড়ে দেন তিনি। ২০১০ সালে অভিনয়ে পা রাখেন দীপিকা। ২০১১ সালে রওনক নামে একজনকে বিয়ে করেন। তবে ২০১৫ সালে ভেঙে যায় সেই সংসার। ২০১৮ সালে সহঅভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। ২০২৩ সালের ২১ জুন পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত