[ad_1]
হলিউড তারকা ক্রিস ইভান্স। মার্ভেল ইউনিভার্সের ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে আলো ছড়িয়েছেন তিনি। পেয়েছিলেন ব্যাপক সফলতাও। কিন্তু আসছে বছর মুক্তির অপেক্ষায় থাকা ক্যাপ্টেন ‘আমেরিকা : ব্রেইভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার প্রকাশিত ট্রেলারে দেখা যায়নি তাকে। এর আগে ইভান্স আর মার্ভেল ইউনিভার্সে থাকছেন না এমন সংবাদ প্রকাশ হলে হতাশ হয় তার ভক্তরা। এবার জানা গেল অ্যাভেঞ্জার্স: ডুমসডেতে ফিরে আসবেন ইভান্স। তবে এই ব্যাপারে অভিনেতার কোনো মন্তব্য জানা যায়নি।
গণমাধ্যমটির তথ্য অনুযায়ী ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় দেখা যাবে আরও বেশ কিছু বড় নাম। যার মধ্যে রয়েছেন আয়রনম্যান’খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার তিনি ডক্টর ডুম ভূমিকায় অভিনয় করবেন।
ইভান্স দীর্ঘদিন ধরেই ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের জন্য পরিচিত। অবশ্য আগামী বছর অ্যান্থনি ম্যাকিকে দেখা যাবে ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে। কারণ ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেইভ নিউ ওয়ার্ল্ড’ যে মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।
মার্ভেল কমিকসের স্টিভ রজার্স চরিত্রটিই হচ্ছে সুপারহিরো ক্যাপ্টেন আমেরিকা। এই চরিত্রে ক্রিস ২০১১ সালে ক্রিস প্রথম ক্যাপ্টেন আমেরিকা রূপে হাজির হন। এরপর সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমায় ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে দেখা যায় তাকে। সে সময় তিনি স্যাম উইলসনকে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড দিয়ে যান। এরপর আর মার্ভেলের সিনেমায় দেখা যায়নি ক্রিস ইভান্সকে।
[ad_2]
Source link