Homeবিনোদনখুলনায় বিজয়ে তারুণ্য কনসার্ট | কালবেলা

খুলনায় বিজয়ে তারুণ্য কনসার্ট | কালবেলা

[ad_1]

চলে এসেছে শীত, শুরু হয়েছে কনসার্টের মৌসুম। সেই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয়ে তারুণ্য ২০২৪’ শিরোনামে কনসার্ট। এটি আয়োজন করছে জেনক্স কমিউনিকেশন এবং ইভেন্ট নামাই প্রতিষ্ঠান।

খুলনা জেলা স্টেডিয়ামে ওপেন এয়ার এই কনসার্ট অনুষ্ঠিত হবে। যেখানে মোট সাতটি ব্যান্ড পারফর্ম করবে। যার মধ্যে খুলনার স্থানীয় দুটি ব্যান্ড থাকবে। বিষয়টি কালবেলাকে জেনক্স কমিউনিকেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

কনসার্টের জন্য টিকিট মূল্য ধার্য করা হয়েছে ৩৫০ টাকা। টিকিটের থেকে অর্জিত অর্থের একটি অংশ যাবে চারা রোপণের কাজে। এমনটাই জানিয়েছেন জেন এক্স কমিউনিকেশনের সিও আশহাব ওয়াদুদ তূর্য। কালবেলাকে তিনি বলেন, “আমাদের এ আয়োজনের শিরোনাম ‘বিজয়ে তারুণ্য কনসার্ট ২০২৪’। তরুণদের জন্যই আমাদের এ আয়োজন। যেখানে খুব অল্প টাকায় সবাই দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর গান শুনতে পারবে এবং তাদের এ টাকা থেকে আমরা খুলনাকে আরও সবুজ করতে ভূমিকা রাখতে পারব। কারণ এ কনসার্টে যত টিকিট বিক্রি হবে আমরা সেই পরিমাণ চারা রোপণের পরিকল্পনা করেছি। এর জন্য জেলা প্রশাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের এ উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে আমরা শহরের তরুণদের চারা রোপণে উৎসাহও করতে চাই।” অনলাইনে কনসার্টের টিকিট পাওয়া যাবে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেট রক ও টিক্সবিসে। কনসার্টে পারফর্ম করা ব্যান্ডের তালিকায় রয়েছে আর্ক হাসান, অর্থহীন, এভয়েড রাফা, হাইওয়ে ও এনকোর। এ ছাড়া খুলনার স্থানীয় দুটি ব্যান্ড রয়েছে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত