Homeবিনোদনখোলামেলা নাচে বিপাকে মাহি | কালবেলা

খোলামেলা নাচে বিপাকে মাহি | কালবেলা

[ad_1]

ঈদের কাজ নিয়ে তেমন ব্যবস্থা দেখতে পাওয়া যায়নি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির। তবে নাটক দিয়ে আলোচনায় না এলেও, এক নাচের ভিডিও ঘিরে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই অভিনেত্রী। যেখানে প্রশংসার চেয়ে প্রশ্নই উঠেছে বেশি। তবে কী ঘটেছে প্রকাশিত তার সেই ভিডিওটিকে ঘিরে?

শুক্রবার (১১ এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন মাহি। সেখানে তার পরিহিত পোশাক এবং নাচের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। কেউ কেউ বলছিলেন, ‘নিজেকে যেন বলিউড অভিনেত্রী মনে করছেন’! আবার কেউ বা বলছেন, ‘এত ট্রান্সপারেন্ট জামা পরেন কীভাবে তিনি।’

এসব সমালোচনা নিয়ে খানিক বিরক্ত অভিনেত্রী নিজে। এ বিষয়ে এবার মুখ খুললেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল তবে সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছিল, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত হয়নি।’

সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে। এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই। অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’

তিনি আরও বলেন, আমি এই কস্টিউম পেয়েছি জাস্ট রিহার্সেলের সময়- তাও একদিন আগে। আর এটা পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও ছিল না।’

মাহি বর্তমানে জাহিদ প্রীতমের পরিচালনায় ‘থার্স ডে নাইট’ নামে একটি অ্যান্থোলজি ফিল্মে কাজ করছেন। সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই প্রকাশিত হবে এই নাটক।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত