Homeবিনোদনগানে-নাটকে স্নেহাশীষের ১২ বছর | কালবেলা

গানে-নাটকে স্নেহাশীষের ১২ বছর | কালবেলা

[ad_1]

২০১২ সালে এক পলকে শিরোনামের একটি গান দিয়ে সংগীতাঙ্গনে গীতিকবি হিসেবে আত্মপ্রকাশ করেন স্নেহাশীষ ঘোষ। অয়ন চাকলাদারেরে সুর-সংগীতে ইলিয়াস এবং আনিকার গাওয়া এই গানটি তখন বেশ শ্রোতাপ্রিয়তা পায়। বারো বছর পেরিয়ে এখন পর্যন্ত স্নেহাশীষের লেখায় প্রকাশিত গানের সংখ্যা ছয় শতাধিক। তার গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, তাহসান, ইমরান, মিনার, আরফিন রুমি, ন্যানসি, কণা, পড়শি, কোনাল, শুভমিতা, রাজ বর্মন, আকাশ সেন, মিলন, কাজী শুভ, সামসসহ আরও অনেক জনপ্রিয় সংগীতশিল্পী।

গান লেখার পাশাপাশি এখন নিয়মিত নিজের লেখা গানে সুরও করছেন স্নেহাশীষ ঘোষ। লিখেছেন প্রায় ডজনখানেক নাটক যেখানে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপূর্ব, তাহসান, তৌসিফ, নিলয়, তানজিন তিশা, সাফা কবির, কেয়া পায়েলের মতো জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রী।

স্নেহাশীষের জন্ম এবং বেড়ে ওঠা যশোরে। যশোর জিলা স্কুল থেকে এসএসসি, বিএএফ শাহীন কলেজ, যশোর থেকে এইচএসসি এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি সম্পন্ন করেন তিনি। ইঞ্জিনিয়ারিং পড়লেও সেটাকে পেশা হিসেবে না নিয়ে লেখালেখিকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে স্নেহাশীষ ঘোষ বলেন, ‘ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে গান লেখাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। বাবা, মা, দিদি এবং দাদার সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল না। এছাড়া জাহিদ আকবর, অয়ন চাকলাদার এবং ইমরান মাহমুদুল এ তিনটি নামের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমার ক্যারিয়ারের সূচনায় ওতোপ্রোতোভাবে পাশে ছিলেন। কৃতজ্ঞতা সব শ্রোতাকে যারা আমার লেখা গান পছন্দ না করলে হয়তো আমি এখানে টিকতে পারতাম না। সবাই দোয়া করবেন এভাবেই যেন আরও কয়েক যুগ গানে গানে কাটাতে পারি নিজের জীবন।’

স্নেহাশীষ ঘোষের লেখা শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিরে আসে না, লক্ষ্মীসোনা, ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না, ডানাকাটা পরী, মুসাফির, একটা গল্প ছিল, আই অ্যাম ইন লাভ, এক দেখায়, পড়শি জানি পাবো না। তার লেখা নাটকের মধ্যে অন্যতম তোমার জন্য, মায়ার জালে, ওভার এক্সপেকটেশন, ওয়েডিং ডায়েরি, গাছে কাঁঠাল গোঁফে তেল।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত