Homeবিনোদনগান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন যেমন আছেন সাবিনা ইয়াসমীন

গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন যেমন আছেন সাবিনা ইয়াসমীন

[ad_1]

Ajker Patrika

গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন যেমন আছেন সাবিনা ইয়াসমীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ২২

Photo

সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমীন ফায়রুজ বাঁধন।

সাবিনা ইয়াসমিনের শারিরীক অবস্থার কথা জানিয়ে আজকের পত্রিকাকে বাঁধন বলেন, ‘মা এখন ভালো আছেন। হাসপাতালে ডাক্তারদের অবজারভেশনে আছেন। বিকেলে চিকিৎসকদের একটি মিটিং আছে। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় সম্পর্কে।’

এক বছরের বেশি সময় পর এইচএসবিসি আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠান দিয়ে মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রায় দেড়ঘন্টা গান গাওয়া পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’

এর আগে সর্বশেষ ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছিলেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি। গত বছরের শুরুর দিকে আবার তাঁর অসুস্থতার খবর প্রকাশ পায়।

সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে তখন সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর অস্ত্রোপচার হয়, এরপর রেডিওথেরাপি নিতে হয়। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা ইয়াসমীন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত