Homeবিনোদনচার হাত এক হবে আজ

চার হাত এক হবে আজ

[ad_1]

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যে ও শোভিতা ধুলিপালা প্রেমের সম্পর্ক দিয়ে গোটা বছরই আলোচনায় ছিলেন। সবকিছুর অবসান ঘটিয়ে আজ চার হাত এক হবে তাদের। খবর : ডিএনএ ইন্ডিয়া

ডিসেম্বরের শুরু থেকেই আলোচনায় তাদের বিয়ে। এরই মধ্যে হয়ে গেছে দুজনের গায়ে হলুদ। যার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

হায়দরাবাদে নাগার পারিবারিক স্টুডিওতে বসেছে এই জুটির বিবাহবাসর। তবে বিয়েতে থাকবে না জাঁকজমক অনুষ্ঠান, হবে ঐতিহ্যবাহীভাবে। এমনটাই নাকি চেয়েছেন নাগা-শোভিতা।

যার কারণে বিয়ের নিমন্ত্রিতের তালিকাতে থাকবেন শুধু আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মীরা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাদের বিয়েতে অতিথি হিসেবে দেখা যেতে পারে দক্ষিণী তারকা চিরঞ্জীবী, নয়নতারা, রানা দুগ্গাবতী ও তাদের পরিবারকে। দেখা যেতে পারে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও তার পরিবারকেও। এছাড়াও উপস্থিত থাকতে পারেন রামচরণ-উপাসনা, মহেশবাবু-নম্রতা শিরোদ্গরও। থাকতে পারেন এসএস রাজামৌলি এবং প্রভাসও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়েতে নাগা পরবেন ঐতিহ্যবাহী ‘পঞ্চা’ ও শোভিতা পরবেন ঐতিহ্যবাহী আসল সোনার সুতোয় বোনা কাঞ্জিভরম শাড়ি। আর সঙ্গে থাকবে সোনার গয়না। এ দুই তারকার বিয়েকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত