Homeবিনোদনচ্যানেল আইয়ের ৮ দিনব্যাপী অনুষ্ঠানে নতুন ৭ সিনেমা

চ্যানেল আইয়ের ৮ দিনব্যাপী অনুষ্ঠানে নতুন ৭ সিনেমা


প্রতিবারের মতো পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আই আনন্দ-বেদনার গল্প দিয়ে সাজিয়েছে আট দিনব্যাপী অনুষ্ঠানমালা। এবারের ঈদুল আজহায় চ্যানেল আইয়ের জন্য নতুন, আকর্ষণীয় নাটক ও টেলিফিল্মগুলো নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান রচয়িতা ও নির্মাতারা, অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আট দিনব্যাপী এসব অনুষ্ঠানমালায় থাকছে ৭টি চলচ্চিত্র, ১৫টি নাটক, ১৩টি টেলিফিল্ম, ৮ পর্বের ছোটকাকু সিরিজ ‘ছোটকাকু রহস্য’, বিশেষ অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ ইত্যাদি। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের নাট্যরূপ দিয়েছেন আফজাল হোসেন, পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

এবার ঈদে চ্যানেল আইয়ে থাকছে ৭টি নতুন সিনেমা। প্রচারিত হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে। ঈদের দিন প্রচারিত হবে ওয়াজেদ আলী সুমন নির্মিত ‘ছায়া’। এতে অভিনয় করেছেন আসিফ নূর, বুবলী, সুষমা সরকার, সিমরিন লুবাবা প্রমুখ।

ঈদের পরদিন থাকছে ‘কুস্তিগীর’। পরিচালনায় সঞ্জয় কান্ত। অভিনয়ে বাপ্পি, জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম, মিশা সওদাগর প্রমুখ।

ঈদের ৩য় দিন প্রচারিত হবে ‘জলে জ্বলে তারা’। পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী প্রমুখ।

‘দেয়ালের দেশ’ সিনেমায় শরিফুল রাজ ও বুবলী

‘দেয়ালের দেশ’ সিনেমায় শরিফুল রাজ ও বুবলী

৪র্থ দিন থাকছে চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। পরিচালনায় মিশুক মণি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বুবলী, শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা প্রমুখ।

ঈদের ৫ম দিন প্রচারিত হবে শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা ‘আজব কারখানা’। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী, সেলিম বয়াতি, কিতাব আলী, মম, মাইমুনা, অর্পণ প্রমুখ।

৬ষ্ঠ দিন রয়েছে ‘রিভেঞ্জ’ সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি পরিচালনা করেছেন এম ডি ইকবাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোশান, বুবলী, মিশা সওদাগর প্রমুখ।

ঈদের ৭ম দিন প্রচারিত হবে ‘শোধ’। পরিচালনায় ইয়াসির আরাফাত জুয়েল। অভিনয়ে দীপা খন্দকার, রাফিয়াত রশিদ মিথিলা, নাদিয়া নদী, চমক প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত