Homeবিনোদনছুটিতে কেদারনাথ–রাজস্থান ঘুরছেন সারা আলী খান, সঙ্গে বিজেপি নেতার ছেলে

ছুটিতে কেদারনাথ–রাজস্থান ঘুরছেন সারা আলী খান, সঙ্গে বিজেপি নেতার ছেলে

[ad_1]

বলিউডে পা রাখার পর থেকেই একের পর পর এক সম্পর্কে জড়িয়েছেন সইফকন্যা সারা আলী খান। কখনো সুশান্ত সিং রাজপুত, কখনো বা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের খবর প্রকাশে আসে। আবারও গুঞ্জন রটেছে নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী, তবে এবার কোনো অভিনেতা নয়। বিজেপি নেতার ছেলেকেই মন তিনি, শুধু তাই নয় ‘প্রেমিককে’ সঙ্গে নিয়েই রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা আলী খান। আর সোশ্যাল মিডিয়ায় সেই ট্রিপেই ছবিই এখন ভাইরাল।

সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। বাবা রাজনীতিবিদ হলেও অর্জুন ফ্যাশন জগতের পরিচিত মুখ। বিজ্ঞাপনে তাঁর ভালো নাম-ডাক রয়েছে।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ও ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। এ নিয়েই নতুন প্রেমের গুঞ্জন শুরু। এর পরে এবার রাজস্থান ট্রিপ গুঞ্জনের নতুন মাত্রা যোগ করেছে।

কেদারনাথ দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সারা। তবে মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন এই নবাবকন্য়া। এ নিয়ে কটু কথা শুনতে হয়েছে তাঁকে। বলিউডে তারকা সন্তানরা হাইপ্রোফাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারস জীবনযাপনে ব্যস্ত থাকেন। সেখানে সারা আলী খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন এই অভিনেত্রী।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত