Homeবিনোদনছোট পর্দায় আসছে ‘উই লিভ ইন টাইম’

ছোট পর্দায় আসছে ‘উই লিভ ইন টাইম’

[ad_1]

চলতি বছর ৭ ফেব্রুয়ারি বড় পর্দা মাতিয়ে এবার ছোট পর্দা ‘ম্যাক্স অন’-এ মুক্তি পেতে চলেছে ভ্রমণধর্মী রোমান্টিক ড্রামা ফিল্ম ‘উই লিভ ইন টাইম’।

জন ক্রাউলি পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন স্পাইডারম্যানখ্যাত অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড ও ফ্লোরেন্স পিউ।

২০২৪ সালে বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত এ ছবিতে দেখা যাবে একটি অপ্রত্যাশিত সাক্ষাতের পর, এক প্রতিভাবান শেফ এবং সদ্য বিয়েবিচ্ছেদ হওয়া একজন ব্যক্তি প্রেমে পড়ে যান এবং স্বপ্নের মতো একটি বাড়ি ও পরিবার গড়ে তোলেন। কিন্তু একটি কঠিন সত্য তাদের ভালোবাসার গল্পকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। আর এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি।

এদিকে ভ্যারাইটির এক সাক্ষাৎকারে চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা ক্রাউলি বলেন, ‘আমি ছবিটি নিয়ে খুবই আত্মবিশ্বাসী। কারণ পিউ এবং গারফিল্ডের রসায়ন এতটাই আকর্ষণীয় যে, দর্শকরা আমার সিনেমাটি বারবার দেখতে চাইবেন।’

পরিচালক ক্রাউলি তার ছবিতে রোমান্টিক কমেডির সেরা মুহূর্তগুলোকে একত্রিত করেছেন। যেখানে আলমুট ও টোবিয়াসের সম্পর্কের দৃশ্যের পাশাপাশি, তাদের পরিবারের সঙ্গে পরিচয়, বিয়ের প্রস্তাব, পিতৃত্ব-মাতৃত্ব, বিয়েবিচ্ছেদ, ক্যান্সার নির্ণয় ইত্যাদি বিষয়গুলো দারুণভাবে উপস্থাপন করা হয়েছে এ চলচ্চিত্রটিতে।

‘উই লিভ ইন টাইম’-এ অ্যান্ড্রু গারফিল্ড ও ফ্লোরেন্স পিউর পাশাপাশি অভিনয় করেছেন গ্রেস ডেলানি, অ্যাডাম জেমসসহ আরও অনেকে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত