Homeবিনোদন‘জগত মঞ্চ’ নিয়ে ফিরেছে পিয়ালে আহত ‘অড সিগনেচার’

‘জগত মঞ্চ’ নিয়ে ফিরেছে পিয়ালে আহত ‘অড সিগনেচার’



ভক্তদের ডাকে সাড়া দিয়ে আবারও গানের মঞ্চে দেশের জনপ্রিয় তরুণ ব্যান্ড ওড সিগনেচার। গত বছর সিলেটে এক কন্সার্টে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ব্যান্ডটির অন্যতম সদস্য কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল। এর পর পিয়াল শোকে ব্যান্ডটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় তাদের সকল কার্যক্রম। তবে ভক্তদের ডাকে সাড়া দিয়ে এবার ‘জগত মঞ্চ’ শিরোনামের একটি গান দিয়ে আবারও গানের দুনিয়ায় ফিরেছে ব্যান্ড ‘অড সিগনেচার’।

গানটির লিরিক এবং সুর করেছেন মুনতাসাইর রাকিব।

 এই গানের মূল পটভূমি ছিল, স্বাভাবিক নিয়মে ঘুম থেকে উঠে প্রতিটি মানুষ যেন এক একটি নতুন গল্প লিখতে শুরু করে, আবার কখনো নিজেই যেন অন্যের গল্প হয়ে যায়। সেই গল্প কোন এক আশ্চর্য মঞ্চে নিজেই অভিনয় করে চলে। কখনো দুটি গল্প মিলে এক হয়ে যায়, আবার কখনো লেগে থাকা গল্পগুলো ভেঙে যায়। এই আশ্চর্য মঞ্চনাটক যেন চলতেই থাকে অবিরাম সময় ধরে। আর এই পটভূমি ধরে জন্ম অড সিগনেচারের নতুন গান ‘জগত মঞ্চ’।

অড সিগনেচাররের পথ চলা শুরু হয় ২০১৭ সালে। খুব অল্প সময়ের মধ্যে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। ‘আমার দেহখান’ গান অড সিগনেচারের অনুরাগীদের ছাপিয়ে এখন সাধারণ মানুষের মুখে মুখে। এছাড়া ‘ঘুম’, ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।

এদিকে ইউটিউবে গান প্রকাশের পর আবেগে আপ্লুত হয়েছে অনেক ভক্ত। কেউ কেউ লিখেছেন, লাইফে এতো আবেগ-অপেক্ষা নিয়ে কারও জন্য অপেক্ষা করিনি যেমনটা করেছি অড সিগনেচারের এই ফিরে আসা।

আবার আরেক ভক্ত লিখেছেন, পিয়াল ভাই নেই। নেই তার সেই স্নিগ্ধ সুর৷ তবুও তিনি আছেন প্রতিটা গানে৷ আর চিরকাল থাকবেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত