Homeবিনোদনজয়ার বড় প্রাপ্তি | কালবেলা

জয়ার বড় প্রাপ্তি | কালবেলা


শুক্রবার মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটির প্রচারণায় এখন ঢাকায় তিনি।

বৈশ্বিক মহামারি করোনার সময়ে ঘর থেকে বের হওয়া বারণ ছিল। অনেকেরই তখন রান্না করে সময় কাটতো। রেসিপি নিয়ে চলতো নানা নিরীক্ষা। সেই সময়ের ঘরবন্দি জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

জয়া আহসানের পাশাপাশি সিনেমার অন্য এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। সিনেমাটির গল্পে দেখা যাবে মূল চরিত্রের একজন অভিনেত্রী, অন্যজন গৃহকর্মী।

করোনাকালে জয়ার বাড়িতে আটকা পড়েন শারমিন। এ ছবির অনেকটা অংশ জুড়ে আছে রান্নার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান।

‘জয়া আর শারমিন’ শো পেয়েছে বসুন্ধরা সিনেপ্লেক্স, মহাখালী এস কে এস হল ও ধানমন্ডি সীমান্ত সম্ভারে। এ ছাড়া কেরানীগঞ্জের খবর লায়ন্স সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এটি।

সিনেমার প্রচারণায় এসে জয়া বলেন, ‘জয়া আর শারমিনকে দর্শকরা যে এত মিষ্টি করে গ্রহণ করেছেন মুক্তির দিন সকাল থেকে এই ব্যাপারটা শিল্পী হিসেবে, জয়া ও শারমিনের একজন প্রযোজক হিসেবে, আমার জন্য খুব খুব খুব আনন্দের। এমন ছোট ছোট গল্পগুলোই যে সবাইকে টানছে, আমরা যা বলতে চেয়েছি, তা সবাই শুনতে চাচ্ছে সেটাই বড় প্রাপ্তি।’

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পায় জয়া আহসান অভিনীত সর্বশেষ সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। তার প্রায় ৫ মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত