Homeবিনোদনজানা গেল আনুশকার ‘ঘাঁটি’ মুক্তির তারিখ 

জানা গেল আনুশকার ‘ঘাঁটি’ মুক্তির তারিখ 

[ad_1]

বাহুবলী খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। বাহুবলী সিনেমায় তার অভিনয়ের জাদু দেখিয়ে জয় করে নেন লাখো ভক্তের হৃদয়। এবার আনুশকা অভিনীত আরেকটি প্যান-ইন্ডিয়া সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির নাম ‘ঘাঁটি’। ২০২৫ সালের ১৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এটি। খবর: বলিউড হাঙ্গামা

কৃষ্ণ জাগরলামুদির পরিচালনায় এই সিনেমাটিতে আনুশকার পাশাপাশি আরও অভিনয় করেছেন জগপতি বাবু, রম্যা কৃষ্ণন, বিক্রম প্রভুসহ আরও অনেকে।

এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমা মুক্তির তারিখের পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে আনুশকাকে এক ভয়ংকর লুকে দেখা যায়। তিনি শাড়ি পরিহিত অবস্থায় একটি পাহাড়ের ওপরে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। তার কঠোর দৃষ্টি এবং মুখে রক্তের দাগ সিনেমায় তার চরিত্রের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে দর্শকমহলে সিনেমাটি উত্তেজনা সৃষ্টি করছে।

ভিকটিম, ক্রিমিনাল, লেজেন্ড ট্যাগলাইনসহ ‘ঘাঁটি’ সিনেমা একটি অপ্রথাগত কাহিনির প্রতিশ্রুতি দিচ্ছে। যেখানে মানবতা, বেঁচে থাকা এবং মুক্তির বিষয়বস্তুগুলো অনুসন্ধান করা হবে। এই ছবিটির গল্প সঠিক এবং ভুলের মাঝের ধূসর অঞ্চলে পা রাখবে, যেখানে কিংবদন্তিরা জন্ম নেয়।

কৃষ্ণের পরিচালনায় এটি একটি চিত্তাকর্ষক এবং অ্যাকশন-প্যাকড চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। আগামী বছর ‘ঘাঁটি’ একাধিক ভাষায় মুক্তি পাবে, যার মধ্যে রয়েছে তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম এবং হিন্দি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত