Homeবিনোদনজীবনমুখী গল্পে পার্বতী

জীবনমুখী গল্পে পার্বতী

[ad_1]

মালয়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুভোথু। অভিনয়ের মাধ্যমে অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাজ করেছেন ‘মিলনা’, ‘পৃথ্বী’, ‘চেন্নাইয়িল ওরু নাল’, ‘কারিব কারিব সিঙ্গলে’, ‘ব্যাঙ্গালোর ডেজ’ ও ‘চার্লি’-এর মতো দর্শকপ্রিয় সব সিনেমায়। পার্বতী সবসময় গল্পনির্ভর কাজ করতে পছন্দ করেন। তাই অভিনয়ের আগে তিনি চিত্রনাট্য ভালো করে পড়ে থাকেন। কোনো কোনো কাজের ক্ষেত্রে গল্প ভালো লাগলে চরিত্রের ব্যাপ্তি কম হলেও অভিনয়ে দ্বিধা করেন না এ নায়িকা। সেই ধারাবাহিকতায় এবার পার্বতী থিরুভোথুর অ্যান্থলজি ফিল্ম ‘হার’ মুক্তি পেতে যাচ্ছে।

ডিজিটাল প্ল্যাটফর্ম মনোরমা ম্যাক্সে ২৯ নভেম্বর মুক্তি পাবে এটি। পাঁচটি ভিন্ন ধরনের সামাজিক প্রেক্ষাপটে নারীদের জীবন সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি এ ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়।

ট্রেলারে দেখা যায়, পাঁচটি ভিন্ন ভিন্ন সমাজের কঠিন পরিস্থিতির গল্প নিয়ে কাজ করছে এই পাঁচ নারী। যাদের মধ্যে একজন পার্বতী। তার চরিত্রের নাম ‘রুচি’, তিনি একজন কর্মজীবী নারী, যিনি তার স্বাধীনতাকে গুরুত্ব দেন। তার কাছে স্বাধীনতার সঙ্গে বেঁচে থাকাটাই হচ্ছে আনন্দের। এই ওয়েব ফিল্মে ফুটে উঠবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের নারীদের জীবনের গল্প।

লিজিন হোসেন পরিচালিত ‘হার’-এ পার্বতী থিরুভোথু ছাড়া আরও অভিনয় করেছেন উর্বশী, রেম্যা নামিসান, লিজোমল হোসে ও ঐশ্বর্য রাজেশ।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত