Homeবিনোদনটিজারে সাড়া ফেলল ‘মিম সে মহব্বত’

টিজারে সাড়া ফেলল ‘মিম সে মহব্বত’

[ad_1]

২০২৪ সাল ছিল পাকিস্তানি বিনোদন জগতের স্মরণীয় বছর। একের পর এক হিট নির্মাণ শুধু দেশীয় দর্শকদের নয়, বরং আন্তর্জাতিক দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। তেমনই একটি টেলিভিশন সিরিয়াল মুক্তি পেতে যাচ্ছে এই ডিসেম্বরের ৫ তারিখ (আগামীকাল)। নাম ‘মিম সে মহব্বত’। সম্প্রতি নাটকটির একটি টিজার প্রকাশিত হয়েছে, যেটি দর্শকের কাছে দারুণভাবে প্রশংসিত হচ্ছে।

এটি লিখেছেন পাকিস্তানের বিখ্যাত লেখক ফরহাদ ইশতিয়াক এবং পরিচালনা করেছেন আলী হাসান। সিরিয়ালটি মমিনা দুরাইদ প্রোডাকশন থেকে নির্মিত হয়েছে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহাদ রাজা মীর, দানানির মোবিন, আসিফ রাজা মীরসহ আরও অনেকে।

প্রকাশিত টিজারে আহাদ রাজা মীর এবং দানানির মোবিনের প্রেমের শুরুর দিকের রসায়নটা দেখানো হয়েছে এবং অনস্ক্রিনে তাদের জুটির অভিনয় দক্ষতা দর্শকদের কাছে বেশ সাড়া জাগিয়েছে। ‘মিম সে মহব্বত’ সিরিয়ালটি প্রচার হবে হাম টিভিতে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত