Homeবিনোদনটিভিতে ঈদের ম্যাগাজিন ও সেলিব্রিটি শো

টিভিতে ঈদের ম্যাগাজিন ও সেলিব্রিটি শো

[ad_1]

আজ ঈদের দিন থেকে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের খবর থাকছে পাঠকের জন্য।

বিটিভি

আনন্দমেলা: প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারের উপস্থাপনায় এই অনুষ্ঠানে ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন শাকিব খান। সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গান। থাকবে ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনা। নৃত্য পরিবেশন করবেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি, মীম চৌধুরী, চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘি।

ঈদ আড্ডা: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়। মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় এই অনুষ্ঠানের অতিথি শাকিব খান। কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে আড্ডায় মাতবেন শাকিব।

এটিএন বাংলার ‘পাঁচফোড়ন ‘ অনুষ্ঠানে সারিকা সাবরিন ও ইরফান সাজ্জাদ

এটিএন বাংলার ‘পাঁচফোড়ন ‘ অনুষ্ঠানে সারিকা সাবরিন ও ইরফান সাজ্জাদ

এটিএন বাংলা

ঈদ বিনোদন মেলা: ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।

পাঁচফোড়ন: ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে। উপস্থাপনায় ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন। তাঁদের আলাপের ফাঁকে ফাঁকে আসবে গান, নাট্যাংশ ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন।

আ ডে উইদ স্টারস: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে। অংশগ্রহণে শবনম বুবলী ও জিয়াউল রোশান।

বৈশাখী টিভি

ফানি মোমেন্ট: নাটকের মজার দৃশ্য নিয়ে অনুষ্ঠান। প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে।

অন্য রকম ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে। উপস্থাপনা ও পরিচালনা এইচ এম বরকতউল্লাহ।

চ্যানেল আইয়ের ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের দৃশ্য

চ্যানেল আইয়ের ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের দৃশ্য

আরটিভি

ঈদ কার্নিভাল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায়। উপস্থাপনায় ইমতু রাতিশ। প্রথম দিনের অতিথি জাকিয়া বারী মম, দ্বিতীয় দিন মাসুমা রহমান নাবিলা, তৃতীয় দিন কুসুম শিকদার, চতুর্থ দিন যাহের আলভী, পঞ্চম দিন জিনিয়া জাফরিন লুইপা, ষষ্ঠ দিন শাম্মী ইসলাম মিলা এবং সপ্তম দিন থাকবেন তানজিব সারোয়ার।

চ্যানেল আই

কৃষকের ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। এবারের পর্বটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় শাইখ সিরাজ।

নাগরিক টিভির ‘তারকা আড্ডা’ অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম

নাগরিক টিভির ‘তারকা আড্ডা’ অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম

নাগরিক টেলিভিশন

তারায় তারায়: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়। প্রথম দিনের অতিথি শবনম বুবলী, দ্বিতীয় দিন জাকিয়া বারী মম, তৃতীয় দিন সাদিয়া জাহান প্রভা, চতুর্থ দিন সারিকা সাবরিন, পঞ্চম দিন সামিরা খান মাহি, ষষ্ঠ দিন মুমতাহিনা টয়া এবং সপ্তম দিন থাকবেন রুকাইয়া জাহান চমক।

তারকা আড্ডা: সেলিব্রেটি শো ‘তারকা আড্ডা’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায়। আজ মৌসুমী মৌয়ের সঙ্গে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম। পর্যায়ক্রমে থাকবেন কেয়া পায়েল, তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, মিম মানতাসা, তাবাস্সুম ছোঁয়া ও শিরিন আক্তার শিলা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত