Homeবিনোদনঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড বায়ান কনসার্টের তারিখ ও ভেন্যু না জানিয়েই টিকিট...

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড বায়ান কনসার্টের তারিখ ও ভেন্যু না জানিয়েই টিকিট বিক্রি

[ad_1]

‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশা প্রকাশ করেছিলেন মুস্তাফা জাহিদ। টিকিট কেটে কনসার্ট দেখতে না পেরে দর্শকরাও ক্ষোভ জানিয়েছিলেন।

এক মাস না যেতেই এবার ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড বায়ান। ‘বায়ান লাইভ ইন ঢাকা: দ্য সফর ট্যুর’ শিরোনামের কনসার্টে গাইবে তারা। এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন বায়ানের সদস্যরা। তবে আয়োজকদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি কনসার্টের তারিখ ও ভেন্যু।

কনসার্টের ভেন্যু ও তারিখ ঘোষণা করা না হলেও ইতিমধ্যে আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়ামের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৫ হাজার ও ৩ হাজার টাকায় মিলছে কনসার্টের টিকিট। আয়োজকদের ফেসবুক পেজেও করা হচ্ছে প্রচার। কনসার্টের বিস্তারিত প্রকাশ না করায় অনেকের মনে উঁকি দিয়েছে শঙ্কা। বায়ানের কনসার্টও কি মুস্তাফা জাহিদের কনসার্টের মতো অবস্থা হবে? উঠেছে এমন প্রশ্নও। তবে আয়োজকেরা বলছেন চিন্তার কোনো কারণ নেই। সব প্রস্তুতি নিয়েই টিকিট বিক্রি শুরু করেছেন তাঁরা। তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। প্রচারের কৌশল হিসেবে এখনো তা প্রকাশ করা হয়নি।

আয়োজক প্রতিষ্ঠান জির্কোনিয়ামের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই বায়ানের সদস্যরা ঘোষণা করবেন কনসার্টের তারিখ ও ভেন্যু। জির্কোনিয়ামের কর্ণধার আমির রহিম আফতাব বলেন, ‘এই কনসার্টের ঘোষণা দিয়েছে বায়ান। তারাই ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেবে কবে ঢাকায় আসছে গান শোনাতে। এ কারণে এখনো তারিখ ও ভেন্যু রিভিল করা হয়নি। যাঁরা টিকিট কিনছেন, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। সব প্রস্তুতি নিয়েই কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে।’

মুস্তাফা জাহিদের কনসার্টের প্রসঙ্গ তুলতেই এই আয়োজক বলেন, ‘এই একটি কনসার্টের কারণেই আয়োজকদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তবে আমরা আয়োজক হিসেবে নতুন নই। এর আগে অর্ণব, তাহসান খান, পাকিস্তানের জাল ব্যান্ড, ভারতের অঞ্জন দত্তসহ বেশ কিছু কনসার্ট আয়োজনের অভিজ্ঞতা আছে আমাদের। তাই দর্শকের চিন্তার কিছু নেই। সময়মতো বায়ান জানিয়ে দেবে কনসার্টের বিস্তারিত।’

নতুন অ্যালবাম ‘সফর’ প্রকাশ উপলক্ষে বিভিন্ন দেশে কনসার্ট করছে বায়ান। সেই ট্যুরের অংশ হিসেবে প্রথমবার বাংলাদেশে আসছে ব্যান্ডটি। এ কনসার্টে সফর অ্যালবামের গানগুলো গাইবে বায়ান। এ ছাড়া ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’সহ তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবে। বায়ান ব্যান্ডের সদস্যরা হলেন আসফার হুসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ ও হায়দার আব্বাস।

এ কনসার্টে বায়ানের সঙ্গে থাকবে বাংলাদেশের শিল্পীরাও। ইতিমধ্যে এ আয়োজনে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী এনজেল নূর। কনসার্ট নিয়ে ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়েছেন এই শিল্পী। এ ছাড়া আরও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে বলে জানা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীতের মেলবন্ধন তৈরি করার জন্য এতে বায়ানের একটি গান গাইবেন এনজেল নূর। অন্যদিকে নূরের ‘যদি আবার’ গানটি গাইবে বায়ান। এ ছাড়া বায়ানের সঙ্গে দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন নির্ধারিত দর্শকেরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত