Homeবিনোদনতাণ্ডবের পোস্টার প্রকাশ | কালবেলা

তাণ্ডবের পোস্টার প্রকাশ | কালবেলা

[ad_1]

আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় আছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। এরই মধ্যে যা শোবিজ অঙ্গনে আলোচনা তৈরি করেছে। রায়হান রাফী পরিচালিত তাণ্ডবে দর্শক উন্মাদনাও তুঙ্গে। এবার সেই উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিল সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে।

পোস্টারে দেখা যায় সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করা শাকিব খান ও জয়া আহসানকে। যেখানে জয়াকে নীরবে তাকিয়ে থাকতে দেখা গেলেও শাকিবের চোখেমুখে ছিল ভয়ংকর হিংস্রতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার এ পোস্টার এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান ও নির্মাতা রায়হান রাফী তাণ্ডবের এ পোস্টার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন। পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী জয়া আহসান ক্যাপশনে লিখেছেন, ‘এই ঈদে দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমার পর্দায় তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান ও জয়া আহসান।’ ঠিক একই ক্যাপশন দিয়ে নির্মাতা রাফীও পোস্টার শেয়ার করেছেন।

এর আগে তাণ্ডবের টিজার প্রকাশ হয়। টিজারে দেখা যায়, মুখোশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেইসঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।

টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে। সিনেমায় শাকিব-জয়া ছাড়া আরও দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত