Homeবিনোদনতাণ্ডবে সাবিলার অভিজ্ঞতা | কালবেলা

তাণ্ডবে সাবিলার অভিজ্ঞতা | কালবেলা

[ad_1]

ঢালিউডের রুপালি পর্দায় নতুন করে ঝড় তুলতে এসেছেন ছোট পর্দার মিষ্টি মুখ সাবিলা নূর। এক যুগের ছোট পর্দায় অভিনয় অভিজ্ঞতা সঙ্গে নিয়ে, এবার ঈদুল আজহায় পরিচালক রায়হান রাফীর বহুল আলোচিত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটালেন তিনি। এ অভিষেকেই করলেন বাজিমাত। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন সাবিলা। ছোট পর্দার সীমানা পেরিয়ে রুপালি পর্দায় তার এ আত্মপ্রকাশ যেন নতুন এক ‘তাণ্ডব’। কালবেলার সঙ্গে এক আলাপচারিতায় জানালেন সিনেমায় তার অভিনয়ের অভিজ্ঞতার কথা। লিখেছেন তামজিদ হোসেন

সাবিলা বলেন, ‘আমি খুব ভাগ্যবতী। এত বড় এবং সুন্দর একটি সিনেমায় কাজ করে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে পেরেছি। তবে সব থেকে বড় বিষয় ছিল, আমি মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছি। মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক প্রশংসা করছে।’

শাকিব খানের প্রশংসা করে তিনি আরও জানান, তিনি সুদর্শন হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিশেষ গুণও রয়েছে তার। এই নায়ক সেটে এলেই সবকিছু পরিবর্তন হয়ে যায়। তিনি এত বড় একজন সুপারস্টার, তা কাউকে বুঝতে দেন না। সবসময় সবাইকে নিয়ে আনন্দে থাকেন, নিজের চরিত্র নিয়ে ভাবেন।

হলে গিয়ে দর্শকদের সঙ্গেও সিনেমা দেখেছেন সাবিলা। বললেন, “সিনেমার প্রথম শো দেখতে যাওয়ার আগের রাতে খুব বেশি নার্ভাস ছিলাম, সিনেমায় দর্শকরা আমার অভিনয়টা কীভাবে গ্রহণ করবে সেটা ভেবে। তবে আমাদের কাজ দেখে দর্শকরা যেভাবে ভালোবাসা প্রকাশ করছিল, সেটা দেখে আমার নার্ভাসনেসটা চলে যায়। আমি ধন্যবাদ দিতে চাই ‘তাণ্ডব’-এর নির্মাতা রায়হান রাফী ভাইকে। যিনি আমাকে নিশাত চরিত্রটির জন্য মনে করেছিলেন যে আমি এটা পারব। শাকিব ভাইয়াও আমাকে অনেক সাহায্য করেছেন। সিন বুঝিয়ে দিয়েছেন।”

রাফীর পরিচালনায় নির্মিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলু, গাজী রাকায়েতসহ আরও অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত