Homeবিনোদন‘তাণ্ডব’ অসম্ভব ভালো নির্মাণের সিনেমা : শাকিব খান

‘তাণ্ডব’ অসম্ভব ভালো নির্মাণের সিনেমা : শাকিব খান

[ad_1]

‘তাণ্ডব’ অসম্ভব ভালো নির্মাণের সিনেমা- বলেছেন শাকিব খান। সুপারস্টার এও বলেন, ‘এটা রাফীর (নির্মাতা রায়হান রাফী) জীবনের বেস্ট সিনেমা।’ ৫ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলন। সেখানেই এসব কথা বলেন শাকিব খান।

‘তাণ্ডব’ সিনেমা দর্শকের মনে তাণ্ডব তুলবে উল্লেখ করে সিনেমাটির নির্মাতা রায়হান রাফীর প্রশংসা করেন দেশের শীর্ষ এ অভিনেতা। শাকিব খান বলেন, “রাফী খুব গুছিয়ে কাজ করে। তার প্রি-প্রোডাকশন অনেক ভালো। এটা রাফীর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। ডাবিংয়ের সময় আমি যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে, রাফী এটা কী বানাল। ’তাণ্ডব’ অনেক পরিশ্রমের একটা সিনেমা।”

নির্মাতা রায়হান রাফীও চেষ্টা করেছেন তার নতুন সিনেমায় নতুন কিছু করার। তিনি বলেন, ‘এ সিনেমার কিছুই এখনো দেখেননি দর্শকরা। আর মাত্র একদিন পরেই সিনেমাটি দেখতে পাবেন এবং বুঝবেন।’

লোকেশন এবং নির্মাণে অন্যরকম কিছু করার চেষ্টা করেছেন রায়হান রাফী। গল্প ভাবনাতেও এমন কিছু করতে চেয়েছেন, যা বাংলা সিনেমাতে হয়নি।

সিনেমাটি ঘিরে নানারকম চমকের কথা শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে বিষয় নিয়েও আয়োজনে কথা বলেছেন নির্মাতা। রাফী বলেন, ‘চমক আগে থেকে বলে দিলে তো আর চমক থাকে না। চমক হিসেবে যা বলা হচ্ছে বা দর্শকরা যা ভাবছেন, তার কিছুই নাও থাকতে পারে। আর যদি কিছু থাকে, তাহলে সেটা পর্দাতেই উপভোগ করবেন দর্শকরা। আর তো মাত্র একটা দিন।’

সময়ের আলোচিত গান ‘লিচুর বাগানে’ নিয়ে রাফী জানান, এখানে তারা নতুন কিছু করার চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন স্থানীয় বা নিজস্ব গানকে নতুনভাবে উপস্থাপন করার। গানটিতে পারফর্ম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে প্রথমবার দেখা যাবে এ অভিনেত্রীকে। তার প্রশংসা করে শাকিব খান বলেন, ‘সে (সাবিলা নূর) তো লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে।’
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত, ওটিটি প্ল্যাটফর্ম চরকির সহ-প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তাণ্ডব’। সিনেমাটি নির্মাণ সহযোগিতায় আছে দীপ্ত।

সিনেমায় আছেন বরেণ্য অভিনয়শিল্পী আফজাল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমে সিনেমায় কাজ করতে চাননি তিনি। কিন্তু পরে যখন যুক্ত হয়েছেন তখন বুঝতে পেরেছেন, এ সিনেমায় কাজ না করলে নতুন অনেক কিছুই জানা হতো না তার। বোঝা যাচ্ছে অনেক দিন পর কাজ করতে এসে ভালো অভিজ্ঞতাই হয়েছে আফজাল হোসেনের। সে কথা আরেকবার মনে করিয়ে দেন সাবিলা নূর। তিনি জানান, শাকিব খানের বিপরীত অভিনয় করলেও মানসিক চাপ নিতে হয়নি তেমন। কারণ, পুরো ইউনিট তাকে খুব সাপোর্ট করেছে।

৫ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুব্রত, আদনান আদিব খানসহ অনেকে। ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত