Homeবিনোদনতাহলে কি গাঁটছড়া বাঁধলেন কার্তিক-শ্রীলীলাও

তাহলে কি গাঁটছড়া বাঁধলেন কার্তিক-শ্রীলীলাও

[ad_1]

বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ান ও দক্ষিণী সুন্দরী শ্রীলীলাকে ঘিরে প্রেমের গুঞ্জন অনেক দিনের। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে বলিপাড়ায় বহু কানাঘুষো চললেও এবার যেন গুঞ্জনের আগুনে ঘি ঢালল একটি ছবি, যা দেখে নেটিজেনদের চোখ কপালে!

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শ্রীলীলার ‘গায়েহলুদের’ দৃশ্য! হলুদ মাখানো হচ্ছে তাকে, চারপাশে সাজসজ্জা, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। পোশাকে দক্ষিণী ঐতিহ্য, গলায় হালকা গয়না, চুলে ফুল। পুরো দৃশ্য দেখে যেন একেবারে নববধূর সাজে ধরা দিয়েছেন শ্রীলীলা। আর সেখান থেকেই জোর গুঞ্জন, তাহলে কি সত্যিই বিয়ে করছেন তিনি? আর সেই পাত্র কি কার্তিক আরিয়ান?

গুঞ্জন আরও জোরদার হয়েছে এই কারণে যে, অনুরাগ বসুর আসন্ন ছবিতে এই দুই তারকা প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন। ছবির শুটিং চলাকালীন তাদের ঘনিষ্ঠতা নিয়ে আগেই জল্পনা ছড়িয়েছিল। কার্তিকের পরিবারের একাধিক অনুষ্ঠানে শ্রীলীলাকে দেখা গিয়েছিল বলেও জানিয়েছেন ঘনিষ্ঠ মহলের কেউ কেউ। ফলে নেটিজেনদের প্রশ্ন ‘শুটিংয়ের বাইরে কি নতুন কোনো সম্পর্ক গড়েছে?’

তবে বিপরীত মতও রয়েছে। অনেকেই বলছেন, এসব আসলে ছবির প্রচারের কৌশল। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হুট করে নেওয়ার লোক নন কার্তিক। আবার কেউ কেউ এটিকে শ্রীলীলার জন্মদিনের আয়োজন বলেও মনে করছেন। যদিও অভিনেত্রীর জন্মদিন ১৪ জুন, আর সেই সময়ও এখনো আসেনি।

আরেক প্রশ্ন উঠছে, ‘যদি এটি জন্মদিন হয়, তবে কেন সিঁথিতে সিঁদুর?’ আবার কেউ বলছেন, ‘দক্ষিণ ভারতে অবিবাহিত নারীরাও সাজসজ্জায় সিঁদুর ও কুমকুম ব্যবহার করেন।’ তবে এই ব্যাখ্যা দিয়েও ধোঁয়াশা পুরোপুরি কাটছে না।

সব মিলিয়ে একটি ছবিতে পুরো বলিউডে আলোড়ন! তবে প্রেম, বিয়ে, প্রচারণা নাকি কেবলই একটা সাংস্কৃতিক আয়োজন, এসবের কোনো নিশ্চিত উত্তর মেলেনি। আর সে উত্তর দিতে পারেন শুধু কার্তিক কিংবা শ্রীলীলা।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত