Homeবিনোদনতাহসান-রোজার বৃষ্টিবিলাস

তাহসান-রোজার বৃষ্টিবিলাস

[ad_1]

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। যিনি তার গানের সুরের জাদুতে এবং অভিনয়ের মাধুর্যে জয় করে নিয়েছেন বহু তরুণ-তরুণীর হৃদয়। শুধু তাই নয়, তার লাইফস্টাইল এবং প্রেমময় জীবন দর্শন অনুসরণ করেন অনেকেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশে তীব্র তাপপ্রবাহে মানুষ যখন অতিষ্ঠ, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় স্ত্রী রোজার সঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য প্রকাশ্যে এলে ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন এ দম্পতি।

রোজা আহমেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্ত্রী রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায় আর তা উপভোগ করছিলেন রোজা।

শুধু তাই নয়, এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখেমুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এ সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অন্যকে উপভোগ করেন। আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রের গানের সুর।

একদিকে নিজের কাজ, সংগীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান, তেমনি ভ্লগিং নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ। তবে এর আগেও রোজার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একই ড্রেস পরিহিত অবস্থায় একটি ছবি প্রকাশ পেয়েছিল তখন তাহসানকে দেখা যায়নি সেখানে। আর এবার প্রকাশ্যে এলেন তাহসান।

প্রায়ই ছুটিছাটায় ঘুরতে বেরিয়ে পড়েন তাহসান ও রোজা। মাসদুয়েক আগেও বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতে। সেখানে তাদের আদুরে মুহূর্ত মন কাড়ে ভক্তদের। তাদের প্রতিটি ছবিতে একে অন্যের প্রতি ভালোবাসা আর সম্মানের ছাপ যেন স্পষ্ট। ঘুরে বেড়ানো আর একান্ত সময় কাটানো যেন তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছে, এমনটিই মনে করছেন তাহসানপ্রেমীরা।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত