Homeবিনোদনতিন চরিত্রে সেলিম | কালবেলা

তিন চরিত্রে সেলিম | কালবেলা

[ad_1]

অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নাটক, ওটিটি ও সিনেমায় তার বহুমাত্রিক উপস্থিতি যুগের পর যুগ ধরে হৃদয় জয় করে যাচ্ছে ভক্তদের, যা চাহিদা বাড়িয়েছে নির্মাতাদের মাঝেও। তাই ঈদ এলে সব ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরা এই অভিনেতার ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়।

এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে তারকা বহুল বেশ কয়েকটি সিনেমা। যার মধ্যে চাহিদায় সবচেয়ে এগিয়ে আছে নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। যার প্রচারণা এরই মাঝে শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর টিজার। বরবাদে শাকিবের বিপরীতে দ্বিতীয়বারের মতো দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর। এই সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার এক ঝলক টিজার এরই মধ্যে নজর কেড়েছে দর্শকের।

অন্যদিকে সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটিও রোজার ঈদে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা এম রাহিম। এর মধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচার-প্রচারণা। ভালোবাসা দিবসকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি ইউটিউবে আসে ছবির প্রথম গান ‘জনম জনম’। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম। তার চরিত্রটি সিনেমার টার্নিং পয়েন্ট বলে আগেই জানিয়েছেন এর পরিচালক।

তবে এবারের ঈদে সেলিমকে সবচেয়ে বেশি ভাইটাল চরিত্রে দেখা যাবে শিহাব শাহীন পরিচালিত ও আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায়। যেখানে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন এবং যার একটি নৃশংস রূপ এরই মধ্যে প্রকাশ হয়েছে। তাই বোঝাই যাচ্ছে ২০২৩ সালের পর আবারও তিন সিনেমা নিয়ে ঈদ মাতাতে আসছেন ইন্ডাস্ট্রির গুণী এই অভিনেতা।

এর আগে ২০২৩ সালে প্রথমবার এক ঈদে তার ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও ‘লাল শাড়ি’ শিরোনামে তিনটি সিনেমা মুক্তি পায়। এবারও একই সংখ্যার সিনেমা নিয়ে আসছেন তিনি, যা নিয়ে আশাবাদী এই অভিনেতা।

শহীদুজ্জামান সেলিম ২০১২ সালে ‘চোরাবালি’ ও ২০১৬ সালের ‘অজ্ঞাতনামা’ সিনেমায় অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি সিনেমায় অভিনয় দিয়ে রয়েছেন আলোচনায়। তবে রয়েছে নাটক-ওটিতেও ব্যস্ততা। জানা গেছে এবারের ঈদে তার অভিনীত নাটকও আসবে প্রচারে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত