Homeবিনোদনতিন সুপারস্টারের রামায়ণ আসবে দুই পর্বে

তিন সুপারস্টারের রামায়ণ আসবে দুই পর্বে

[ad_1]

গুঞ্জন অবশেষে সত্যি হলো। একই সিনেমায় তিন ইন্ডাস্ট্রির তিন সুপারস্টার। বলিউডের রণবীর কাপুর, কন্নড়ের ইয়াশ আর মালয়ালম অভিনেত্রী সাই পল্লবী। ‘রামায়ণ’-এর গল্পে দেখা দেবেন তাঁরা। রণবীর আছেন রামের চরিত্রে, সাই হয়েছেন সীতা আর রাবণের চরিত্রে অভিনয় করবেন ইয়াশ।

নীতেশ তিওয়ারির রামায়ণ মুক্তি পাবে দুই পর্বে। প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, রামায়ণের প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, ঠিক এক বছর পর ২০২৭ সালের দীপাবলিতে আসবে সিনেমার দ্বিতীয় পর্ব।

অনেক দিন ধরে রামায়ণ সিনেমাটি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। আগে শুটিং সেটের যে ছবি ভাইরাল হয়েছিল, তাতে রণবীর কাপুরকে রামের বেশে ও সাই পল্লবীকে সীতার চরিত্রে দেখা গিয়েছিল। তবে অনিশ্চিত ছিল ইয়াশের অভিনয়ের ব্যাপারটি। আজ প্রকাশিত পোস্টারে যদিও অভিনয়শিল্পীদের নাম লেখা ছিল না, তবুও তাঁরা যে থাকছেন এতে, এটা অনেকটা নিশ্চিত। রণবীর, ইয়াশ, সাই ছাড়াও এ সিনেমায় কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, হনুমানের চরিত্রে সানি দেওল এবং মন্থরার চরিত্রে থাকবেন শিবা চাড্ডা।

রামায়ণ সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে, আকাশের দিকে একটি জ্বলন্ত তির ছোড়া হয়েছে। মেঘ ফুঁড়ে সে তির চলে যাচ্ছে মহাকাশপানে। প্রযোজক নমিত বলেন, ‘প্রায় পাঁচ হাজার বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, সেটা নিয়ে সিনেমা করার স্বপ্ন দেখেছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে, আমি খুবই উত্তেজিত। উদ্দেশ্য একটাই, আমাদের ইতিহাস, সত্য ও সংস্কৃতি—রামায়ণকে বিশ্বজুড়ে দর্শকদের সামনে উপস্থাপন করা।’

রামায়ণ নিয়ে দর্শকের উৎসাহ আগে থেকেই ছিল। আজকের ঘোষণার পর অপেক্ষা বাড়ল আরও। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে রামায়ণ। প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৮৩৫ কোটি রুপি। বাজেট নাকি আরও বাড়তে পারে। এরই মধ্যে কিছু অংশের শুটিং হয়েছে।

তবে শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়েছিল রামায়ণ। শুটিং সেটের ছবি ফাঁস হয়ে গিয়েছিল। স্বত্ব নিয়ে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে ঝামেলার খবরও পাওয়া গিয়েছিল। এমনকি আটকে যেতে বসেছিল সিনেমার শুটিং। তবে সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন পরিচালক নীতেশ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত