Homeবিনোদনথিয়েটার প্রাঙ্গণের পারফর্মিং আর্টস ‘ইকোস অফ গাজা’

থিয়েটার প্রাঙ্গণের পারফর্মিং আর্টস ‘ইকোস অফ গাজা’

[ad_1]

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ‘ইকোস অফ গাজা’ শিরোনামে পারফর্মিং আর্টস করেছে থিয়েটার প্রাঙ্গণ। ইসরাইলের বর্বরতা ও আরব বিশ্বসহ বিশ্ব বিবেকের নীরবতার দৃশ্য উঠে এসেছে এতে। শনিবার (১২ এপ্রিল) পারফর্মিং আর্টসটি সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ থেকে যাত্রা শুরু করে টিএসসি হয়ে ভিসি চত্বরে এসে শেষ হয়।

এতে দেখা যায় এক ফিলিস্তিনি যুবক তার আহত রক্তাক্ত ছোট বোনকে বুকে ঝুলিয়ে গুলতি হাতে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তার দেহে শেকল এবং পায়ে ডাণ্ডাবেড়ি বাঁধা। সেদিকে আগ্নেয়াস্ত্র তাক করে আছে ইসরাইলের সেনারা। চারপাশে দড়ি টেনে ধরেছে কয়েকজন বিশ্ব নেতা। তারা হলেন- ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকে। আরব নেতাদের পশ্চিমা নেতাদের সঙ্গে আমোদ-প্রমোদ করতে দেখা যায়। এক আরবীয় শেখকে দেখা যায় কেএফসির বক্স থেকে রক্ত খেতে।

এতে বিভিন্ন চরিত্রে পারফর্ম করেন সালাউদ্দিন আম্মার, ওরাকা বিন বাশার, বাহারুল ইসলাম হীরা, আবু বকর, কাওসার, নাবিল মোস্তফা, ইমরান, নাঈম, ওয়ালিদ, আরিফ, হাসনাত, ফরিদ, নাঈম, তৌকির, রিয়াদ, জব্বার, তাহের, মাসুম বিল্লাহ, আজিম, আরিফ, সাজু, সারাহসহ অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত