Homeবিনোদনদর্শকের জন্যই আমরা কাজ করি : আইরিন সুলতানা

দর্শকের জন্যই আমরা কাজ করি : আইরিন সুলতানা

[ad_1]

চিত্রনায়িকা আইরিন সুলতানা। প্রায় দুই বছর পর ‘দুনিয়া’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি। অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। একটি চরিত্র আধুনিক, অন্যটি মফস্বলের মেয়ে। সিনেমাটি নিয়ে কালবেলাকে তার প্রত্যাশার কথা জানিয়েছেন এ নায়িকা।

আইরিনের ভাষ্যমতে, ‘দুনিয়া’ সিনেমার শুটিং আরও সাত-আট বছর আগে সম্পন্ন হয়েছে। তাই তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একেবারেই আলাদা। তারপরও দর্শকের কাছে এর গল্প ভালো লাগবে বলে আশাবাদী তিনি।

নিজের প্রত্যাশা নিয়ে আইরিন বলেন, “এ সিনেমার কাজ আমরা অনেক আগেই শেষ করেছি। ভালো লাগছে অবশেষে ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে। কারণ, কাজটি অনেক আগের হলেও এর গল্প অনেক শক্তিশালী। তাই আমি আশাবাদী সিনেমাটি নিয়ে। আর এতে ইন্ডাস্ট্রির অনেক শক্তিমান অভিনেতা কাজ করেছেন। সবকিছু মিলিয়ে দর্শক সিনেমা হলে গেলে হতাশ হবেন না বলে আশাবাদী। ইচ্ছা আছে দর্শকদের সঙ্গে ঢাকার যে কোনো একটি হলে গিয়ে ‘দুনিয়া’ দেখার।” এরপর দীর্ঘ সময় আটকে থাকার পর সিনেমাটির মুক্তি নিয়েও কথা বলেন এ নায়িকা। তিনি বলেন, ‘আমরা যখন একটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হই, তখন থেকেই আমাদের প্রত্যাশায় থাকে দর্শক সিনেমাটি কবে দেখবেন। কারণ তাদের জন্যই আমরা কাজ করি। তারা না দেখলে আমাদের অভিনয় করে কোনো লাভ থাকে না। সেই জায়গা থেকে কোনো সিনেমা বছরের পর বছর আটকে থাকুক একজন শিল্পী কখনো প্রত্যাশা করবেন না, আমিও করিনি। কারণ সাত-আট বছর আগের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একেবারেই আলাদা।’ ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ ছবি ‘কাগজ’। মাঝে প্রায় দুই বছর বড় পর্দায় দেখা যায়নি তাকে। ‘দুনিয়া’ পরিচালনা করেছেন সাইফ চন্দন। প্রথমে সিনেমার নাম ছিল ‘টার্গেট’, পরে ছবির নাম পরিবর্তন করে ‘দুনিয়া’ রাখা হয়। এতে আইরিন ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, নিরবসহ অনেকে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত