Homeবিনোদনদর্শক চাহিদায় বাড়ছে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার নাইট শো

দর্শক চাহিদায় বাড়ছে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার নাইট শো

[ad_1]

বর্তমানে হালের ক্রেজ পুষ্পা ২: দ্য রুল সিনেমা। ট্রেইলার মুক্তির পর থেকেই দর্শক মুখিয়েছিল সিনেমাটির মুক্তির অপেক্ষায়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পায় বহুল প্রতিক্ষিত এই ছবিটি। কর্মদিবসে ছবিটি মুক্তি দেওয়ায় প্রথমে পুষ্পা টিমের কিছুটা দুশ্চিন্তা হলেও দর্শক জনপ্রিয়তা সেই দুশ্চিন্তাকে নিমেষেই দূর করে দেয়। সুপারস্টার আল্লু অর্জুন তার পুষ্পারাজ চরিত্রের মাধ্যমে রুপালি পর্দায় এক প্রকার ধামাকা এন্ট্রি করেছিলেন যা দর্শক মনে ছবিটির প্রতি দারুণভাবে প্রভাব ফেলেছে। তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে চলমান শোগুলোর সংখ্যাকে প্রভাবিত করছে। খবর: কইমই

সিনেমাটি নিয়ে ভারতীয় দর্শকদের মাঝে টান টান উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিটি থিয়েটারে ডে টিকিট প্রায় সোল্ড আউট। সিনেমাটিকে ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনার কারণে ভারতের বিভিন্ন শহরে শোর সংখ্যা বেড়েছে।

রাতের শোগুলোর বাড়তি সংখ্যা দেখে মনে হচ্ছে আল্লু অর্জুনের সিনেমার বক্স অফিস আয় বাড়বে। কারণ মুম্বাই, থানে, পুণে, আহমেদাবাদ, দিল্লি এবং কলকাতায় রাত ১১টা ৫৫ এবং ১১টা ৫৯ মিনিটে মিডনাইট শো চালু করা হয়েছে। ইতোমধ্যে থিয়েটারগুলোতে আকর্ষণীয়ভাবে সিনেমাটির সন্ধ্যাকালীন ভিড় ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রাতের শোগুলোর টিকিট বুকিং কার্যক্রম, দর্শক চাহিদা অনুযায়ী বাড়তে থাকে।

যদিও ছবি মুক্তির প্রথম দিনেই সকালের শোগুলোর প্রতিক্রিয়া ছিল অসাধারণ, যা সিনেমাটির বক্স অফিসে নতুন একটি রেকর্ড তৈরির ইঙ্গিত দেয়। স্যাকনিল্ক অনুযায়ী, থিয়েটারে সকালের শোগুলো দর্শকদের দখলে ছিল ৭৮.২৭ শতাংশ, যা দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।

হায়দারাবাদে সন্ধ্যার শোগুলো দর্শকদের দখলে ছিল ৯৫ শতাংশ, ওয়ারাঙ্গালে ৯৪, বিজয়ওয়াড়ায় ৯৩, এবং গুন্টুরেতে ৯২ শতাংশ।

হিন্দি শোগুলো সন্ধ্যায় ৬২ শতাংশ দর্শকদের দখলে ছিল সিনেমাটির সবচেয়ে দামি টিকিট দিল্লি ও মুম্বাইয়ের কিছু থিয়েটারে ২৪০০ রুপি রাখা হয়েছে। তবে দামের এমন তারতম্য প্রিমিয়াম সিট এবং সিনেপ্লেক্সের জন্য হতে পারে।

এদিকে সাধারণ সিনেপ্লেক্সগুলো সিনেমাটির গড় টিকিট মূল্য ছিল ৩৫০-৫০০ রুপির মধ্যে।

স্যাকনিল্কের তথ্যমতে, ইতোমধ্যে চলচ্চিত্রটি ভারতীয় বক্স অফিসে প্রথমদিনে আয় করে ১৭৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী আয় করে প্রায় ২৮২ কোটি রুপি। তবে এই সিনেমাটি ভারতে মুক্তি পাওয়া পূর্বের সব সিনেমার আয়ের রেকর্ড ভাঙতে যাচ্ছে এমনটিই আশা করছেন সিনেমা বিশ্লেষকরা। সুকুমার পরিচালিত পুষ্পা ২: দ্য রুল সিনেমায় অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিলসহ আরও অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত