Homeবিনোদনদর্শক ভিন্নতা পাবেন | কালবেলা

দর্শক ভিন্নতা পাবেন | কালবেলা

[ad_1]

পারভেজ আবীর। সবশেষ ‘রাগী’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। সেটি মুক্তি পায় ২০২২ সালে। ভারতের সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির আদলে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে এসেছিলেন আলোচনায়। নেটদুনিয়ায় সিনেমার ট্রেলার প্রকাশের পর দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গেও পারভেজের তুলনা করেছিলেন কেউ কেউ। সেটি নিয়ে উচ্ছ্বসিত এ নায়ক নিজেও। এবার বিরতি ভেঙে ‘দ্য রিমান্ড’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি এফডিসিতে শুটিং শেষ হয়েছে সিনেমাটির।

জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র আন্দোলন এবং সরকার পতনের পটভূমিতে নির্মিত হয়েছে ‘দ্য রিমান্ড’। দেশের রাজনীতি ও সমাজব্যবস্থায় পরিবর্তন আনা ছাত্রদের সাহসী ভূমিকা, অপরাধীদের মুখোশ উন্মোচন এবং গ্রেপ্তার-জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করে এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশরাফুর রহমান। গল্পে দেখা যাবে জুলাইয়ের ছাত্র আন্দোলন ও সরকারের পটপরিবর্তন এবং পরবর্তীকালে বড় বড় পজিশনে থাকা বিভিন্ন নেতা ও মানুষের অপরাধ এবং গ্রেপ্তার ও ইন্টিগ্রেশন—এর ওপরই ভিত্তি করে এ সিনেমা নির্মাণ করেছেন আশরাফুর রহমান।

পারভেজ আবীর কালবেলাকে বলেন, সমসাময়িক এ গল্পে ছাত্র আন্দোলনের পুরো বিষয়টি উঠে আসবে। সরকার পতনের পর থেকেই নানান গল্প সবার সামনে উঠে আসছে। তবে তার সবটা জানেন না সাধারণ মানুষ। সেসব অজানা কথা এবং তরুণদের যে বিরাট ত্যাগ ও যে ইতিহাস সৃষ্টি করেছে, সেটাই সামনে আনার চেষ্টা করা হয়েছে এই গল্পে। যেখানে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন।

সিনেমায় আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মারুফ আকিব, জাকিয়া বারী মম, সালহা খানম নাদিয়াসহ অনেকেই। তবে এ সিনেমায় থাকছে না কোনো প্রেমকাহিনি। পুরো গল্পই রিমান্ডে থাকা ব্যক্তিদের নিয়ে। যেখানে প্রতাপশালী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা হবে। পারভেজ বলেন, সিনেমাটিতে একের পর এক টুইস্ট থাকবে। রিমান্ডের অন্তরালের ঘটনা যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দর্শকরা কাজটি উপভোগ করবেন।

আসছে ডিসেম্বরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত