Homeবিনোদন‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো

‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো


অভিনেতা আফরান নিশো। ছোট পর্দায় তার আকাশচুম্বী জনপ্রিয়তা। এই জনপ্রিয়তা আরও দ্বিগুণ বেড়ে যায়, যখন তিনি বড় পর্দায় নাম লেখান। সেই জনপ্রিয়তা পুঁজি করে এবার ঈদে মুক্তি পেয়েছে নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’। যেটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।



‘দাগি’ সিনেমার পোস্টারে অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত

মুক্তির পর থেকেই নিশোর ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। হলেও আছে দর্শক উপস্থিতি। যা এই অভিনেতা ও সিনেমার পুরো টিমকে আনন্দিত করছে। তাই কাছ থেকে দর্শকের প্রতিক্রিয়া অনুভব করতে এবার লুকিয়ে নিজের সিনেমাটি দেখলেন নিশো।

এ নিয়ে নিশো বলেন, ‘সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ এবং ভালোবাসা ‘দাগি’ টিমের ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। থিয়েটার থেকে বের হয়ে তাদের দর্শক যে তৃপ্তি নিয়ে উল্লাস প্রকাশ করছে এটাই আমাদের অর্জন। তাই লুকিয়ে সিনেমাটি বড় পর্দায় আমি দেখতে গিয়েছিলাম। কারণ কাছ থেকে দর্শক প্রতিক্রিয়া অনুভব করার সুযোগটি আমি হাত ছাড়া করতে চাইনি। তারপর ভেতরে যেয়ে যখন প্রতি সংলপে সংলাপে তাদের অনুভূতি দেখেছি, তখনই মনে হয়েছে এবারের ঈদ ভালো কাটবে। এ ছাড়া বড় পর্দায় দাগি দেখিনি আমি। তাই নিজেকেও দেখতে গিয়েছিলাম, দাগিতে বড় পর্দায় আমাকে কেমন লাগছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।’

সিনেমার একটি গানে অভিনেতা আফরান নিশো ও তমা মির্জা। ছবি : সংগৃহীত

এবারের ঈদে মোট ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’ হল দখলের লড়াইয়ে এগিয়ে আছে। এ ছাড়া সিয়াম-বুবলীর ‘জংলি’ নিয়েও আছে দর্শক চাহিদা। আছে ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া।

‘দাগি’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি : সংগৃহীত

‘দাগি’ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, মনিরা আক্তার মিঠু, মেহের আশা, বাসার বাপ্পি, প্রীতি আলভী ও লুৎফর রহমান শিমন্তসহ আরও অনেকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত