Homeবিনোদনদীপিকার বদলে তৃপ্তি | কালবেলা

দীপিকার বদলে তৃপ্তি | কালবেলা

[ad_1]

প্রভাসের বিপরীতে কে হবেন ‘স্পিরিট’-এর নায়িকা? অবশেষে মিলল উত্তর। সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের বাদ পড়ার বিষয়টিকে ঘিরে চলছিল জল্পনা-কল্পনা। ভক্তদের কৌতূহলের পারদ যখন চরমে, ঠিক তখনই এলো চমকপ্রদ ঘোষণা। দীপিকার জায়গা নিতে চলেছেন বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান ও তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি।

শনিবার (২৪ মে) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করে ‘স্পিরিট’ সিনেমায় নিজের উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তৃপ্তি। এরপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। এই যাত্রার অংশ হতে পেরে কৃতজ্ঞ। ধন্যবাদ সন্দীপ রেড্ডি বাঙ্গা, আমি গর্বিত।’

অপরদিকে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তৃপ্তিকে। তিনি লিখেছেন, ‘আমার ছবির প্রধান নারী চরিত্র এখন অফিসিয়ালি ঘোষিত।’

প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রভাস ও তৃপ্তি। অন স্ক্রিনে তাদের রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। এর আগেও সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমায় কাজ করেছেন তৃপ্তি। সিনেমায় তার সুন্দর অভিনয় বেশ মুগ্ধ করেছিল দর্শকের। যার কারণে ‘স্পিরিট’ সিনেমায় এই নায়িকার অভিনয় নিয়ে দর্শকমহলে আগ্রহ এখন তুঙ্গে।

বেশ কিছুদিন আগে খবর জানা যায়, ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। পরিচালক সন্দীপ রেড্ডিকে বেশ কিছু শর্ত দেন এই অভিনেত্রী। তিনি দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে অস্বীকৃতি জানান। শুধু এখানেই শেষ নয়, এই নায়িকা আরও প্রস্তাব রাখেন, সিনেমার শুটিং যদি ১০০ দিনের বেশি গড়ায়, তবে তাকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে।

এমন প্রস্তাবে স্তম্ভিত হয়ে যান পরিচালক। দীপিকার এমন আচরণের পর নতুন নায়িকা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। যার কারণে এই সিনেমায় প্রভাসের বিপরীতে পরিচালক বেঁছে নিলেন তৃপ্তি দিমরিকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত