Homeবিনোদনদুই বছর পর আসছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন

দুই বছর পর আসছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন

[ad_1]

প্রচলিত ভৌতিক গল্প নিয়ে নুহাশ হুমায়ূন বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’। ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি প্রশংসিত হয়েছিল। দুই বছর পর আসছে সিরিজের নতুন সিজন। গত এপ্রিলেই ঘোষণা দেওয়া হয়েছিল নতুন সিজনের। আজ প্রকাশ পেল সিরিজের টিজার।

৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেল, জঙ্গলের মধ্যে একটি শিশু বিশাল এক বটগাছের দিকে এগিয়ে যাচ্ছে। আরেক দৃশ্যো এক শিশু তার দাদুর কাছে জানতে চাইছে, ইবলিশ শয়তান কি বাংলাদেশে থাকে? দ্বিতীয় সিজনের নামকরণ করা হয়েছ ‘২ষ’। টিজার প্রকাশ হলেও মুক্তির তারিখ জানানো হয়নি। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান। প্রথমবারের মতো কোনো সিরিজের জন্য গল্প লিখলেন গুলতেকিন। বিভিন্ন পর্বে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

‘২ষ’ সিরিজের দৃশ্যে আফজাল হোসেন ও কাজী নওশাবা। ছবি: চরকির সৌজন্যে
‘২ষ’ সিরিজের দৃশ্যে আফজাল হোসেন ও কাজী নওশাবা। ছবি: চরকির সৌজন্যে

নির্মাতা নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনেও কিছু প্রচলিত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। গল্পগুলোতে অতিপ্রাকৃত ও মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। তবে এসবের সঙ্গে এবার তিনি জুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন।

নুহাশ বলেন, ‘দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এই ভয়গুলো মানুষকে আচ্ছন্ন করে রেখেছে বহু বছর ধরে। লোককাহিনি ও কুসংস্কারের বাইরে গিয়ে ২ষ বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে। প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত