Homeবিনোদনধামাকার অপেক্ষায় পঁচিশের বলিউড | কালবেলা

ধামাকার অপেক্ষায় পঁচিশের বলিউড | কালবেলা

[ad_1]

নতুন বছর হতে যাচ্ছে বলিউডের জন্য বিশাল চ্যালেঞ্জিং। কয়েক বছর আগেও বিশ্বব্যাপী ভারতীয় সিনেমার ঝান্ডা উঁচিয়ে রাখত বলিউড। এখন কালেভদ্রে দু-চারটি সিনেমা সুপার-ডুপার হিট হলেও ভারতীয় সিনেমার সব আকর্ষণ দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রতি ঝুঁকে গেছে। তামিল, কন্নড়, তেলেগু, মালয়লামসহ সাউথের বিভিন্ন সিনেমা বিশ্বব্যাপী ঝড় তোলে। তবে ২০২৫ কিছুটা ব্যতিক্রম হতে পারে। বলিউডপ্রেমীদের জন্য বছরজুড়ে চমক থাকছে। বড় বাজেটের বেশ কিছু বলিউড সিনেমা পর্দা কাঁপাতে যাচ্ছে এই বছর। নির্মাতাসহ সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, ২০২৫ সালে বলিউড আবার ফিরে পাবে তার হারানো গৌরব। নতুন বছরের বিভিন্ন প্রান্তিকে ধামাকার অপেক্ষায় বেশ কিছু সিনেমা। লিখেছেন—মাজেদ হোসেন টুটুল

জানুয়ারি-মার্চ: চমক দিয়েই শুরু বছর

২০২৪-এর শুরুতে বেশ কিছু সিনেমা পর্দায় এসে আলোচনায় না থাকলেও জানুয়ারির শেষে এসে হৃত্বিক রোশনের ফাইটার দিয়েই মূলত শুরু হয় বলিউডের পথচলা। এবার অবশ্য শুরু থেকেই থাকছে চমক। নতুন বছর শুরু হচ্ছে সনু সুদ, নাসিরুদ্দীন শাহ ও জ্যাকুলিনের অ্যাকশন থ্রিলার ‘ফাতাহ’ দিয়ে। তবে মুভিলাভাররা অধীর হয়ে আছেন অজয় দেবগানের ‘আজাদ’, শাহীদ কাপুরের ‘দেবা’, অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’, সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’ আর ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরূপী কঙ্গনা রানাউতের ‘ইমারজেন্সি’র জন্য। বিশেষ করে পুলিশ অফিসারের লুকে শাহীদ কাপুর আর পুজা হেগড়ের পুলিশ-অ্যাকশন ‘দেবা’ নিয়ে দর্শকের আগ্রহের তুঙ্গে। এটি পর্দায় আসবে ৩১ জানুয়ারি। এর আগে ১৭ জানুয়ারি আসবে ‘আজাদ-৩’ ও ‘ইমার্জেন্সি’। একটি দুরন্ত ঘোড়া আর চটপটে তরুণের আত্মিক সম্পর্ক নিয়ে অজয় দেবগানের ‘আজাদ-৩’ নিয়েও ব্যাপক আগ্রহ দর্শকদের। এ ছাড়া সবসময় আলোচনায় থাকা কঙ্গনা রানাউত নিজেকে ভেঙে অভিনয় করেছেন রাজনীতির পটভূমিতে নির্মিত ‘ইমার্জেন্সি-২’তে। সেখানে তিনি ভারতের অন্যতম সফল নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রূপে হাজির হবেন পর্দায়। অক্ষয় কুমার আর সানি দেওল তাদের সিনেমা নিয়ে কতটুকু সফল হবেন—সে নিয়ে কিছুটা ধন্ধে সমালোচক মহল। পর্দায় আসার পরই বোঝা যাবে সেই উত্তর। ফেব্রুয়ারি মাসের সম্ভাব্য সিনেমা আমির খানের ছেলে জুনায়েদ খানের ‘লাভইয়াপা’ (৭ ফেব্রুয়ারি), ভিশাল কুশলের ‘শাভা’ (১৪ ফেব্রুয়ারি) আর আহান শেঠির ‘শানকি’ নিয়েই কিছুটা আলোচনা আছে।

পুরো বছরের প্রতিচ্ছবি এপ্রিল-জুন

এই প্রান্তিকে বলিউড ইন্ডাস্ট্রি থেকে যেসব সিনেমা মুক্তি পাবে, সেগুলোই মূলত সারা বছরের সফলতা-ব্যর্থতার চাবিকাঠি হিসেবে বিবেচিত হবে। বলিউড ভাইজান সালমান খান আবারও চমক নিয়ে আসছেন এই বছরের ঈদে। এ আর মুরুগাদাসের পরিচালনায় সালমান খান, কাজল আগারওয়াল, রাশমিকা মান্দানার ‘সিকান্দার’ মুক্তি পাবে রোজার ঈদে। বিগ বাজেটের এই সিনেমার মাধ্যমে সালমান খান আবারও নিজেকে খুঁজে পাবেন বলে বিশ্বাস করছেন। এপ্রিলের ১০ তারিখে মুক্তি পেতে যাচ্ছে কমেডি-ড্রামা ‘জলি এলএলবি-৩’। বরাবরের মতো অক্ষয় কুমারের সঙ্গে থাকছেন আরশাদ ওয়ারশি, হুমা কোরেশি প্রমুখ। ১৮ এপ্রিল অ্যাকশন-ড্রামা সিনেমা ‘জাট’ নিয়ে হাজির হচ্ছেন সানি দেওল-রানদিপ হুডা। মে মাসের সবচেয়ে আলোচিত ছবি ‘রেইড-২’। অজয় দেবগনের এ সিনেমাটি নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। এখানে আরও থাকছেন রিতেশ দেশমুখ ও বানি কাপুর। এরপর ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পার্ট ‘হাউসফুল-৫’ আসবে জুনের ৬ তারিখে। যথারীতি একঝাঁক তারকার উপস্থিতি থাকবে হাউসফুলে। অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, রিতেশ দেশমুখ, অভিষেক, ফারদিন, চাঙ্কি পান্ডে, জ্যাকি শ্রফ, জ্যাকুলিন, নার্গিস ফাকরি, সোনাম বাজওয়া—অভিনেতা-অভিনেত্রীর লিস্ট কিন্তু আরও অনেক লম্বা। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় এই সিনেমাটি বরাবরের মতো কমেডিতে ভরপুর থাকবে।

জুলাই থেকে সেপ্টেম্বরে থাকছে ধামাকা

যশ রাজ ফিল্মের ব্যানারে ২০১৯ সালে হৃত্বিক রোশন, টাইগার শ্রফের ‘ওয়ার’ পর্দায় আসার পর সব মহলে প্রশংসা পায়। স্পাই ইউনিভার্সের দুর্ধর্ষ এজেন্ট কবীর সিদ্দিকীর চরিত্র নিয়ে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে হাজির হচ্ছেন হৃত্বিক রোশন। এবার তিনি মুখোমুখি হবেন এনটিআর জুনিয়রের সঙ্গে, সিনেমাটি মুক্তি পাবে স্বাধীনতা দিবস ১৫ আগস্টে। ‘ওয়ার-২’-তে র এজেন্ট পাঠান আর টাইগারের সঙ্গে কবীরের যোগসূত্র মিলতে পারে ধারণা করছেন সিনেপ্রেমীরা। ধুন্ধুমার অ্যাকশনধর্মী এই ছবিতে হৃত্বিকের বিপরীতে থাকছেন কিয়ারা আদভানি। এনটিআরের সঙ্গে হৃত্বিকের অস্তিত্বের লড়াইয়ে কে জিতবে, তা নিয়ে আগ্রহের শেষ নেই। ৫ সেপ্টেম্বর আরেকটি দুর্ধর্ষ ফ্র্যাঞ্চাইজি ‘ভাগি’ নিয়ে আসছে তাদের চতুর্থ পার্ট ‘ভাগি-৪’। আগের কিস্তিগুলোর চেয়ে কিছুটা ব্যতিক্রমী টাইগার শ্রফকে এবার দেখা যাবে ভয়ংকর রূপে। তার সঙ্গে পর্দা ভাগ করবেন সঞ্জয় দত্ত ও সোনাম বাজওয়া। রোমান্টিক ড্রামা সিনেমা নিয়ে এ বছর আসছেন সিদ্ধার্থ মালহোত্রা। জাহ্নবি কাপুরের সঙ্গে প্রেম-রসায়ন কেমন জমবে, তা জানা যাবে ২৫ জুলাই বড় পর্দায়। পরিচালক তুষার জালোতা গল্প নিয়ে কিছুটা রহস্য রেখে দিয়েছেন, যাতে দর্শকদের আকর্ষণ থাকে।

রোমাঞ্চকর প্রান্তিক অক্টোবর-ডিসেম্বর

২০২৪ সালে অজয় দেবগান ও আর মাধবন লড়াই করেন ‘শয়তান’ সিনেমায়। এ বছর তারা কাঁধে কাঁধ মেলাবেন ‘দে দে পেয়ার দে-২’ এ। ২০১৯ সালে রোমান্টিক কমেডি ঘরানার দে দে পেয়ার দে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। এবার সেখান থেকেই সিনেমার প্লট শুরু। টি-সিরিজ ফিল্মের ব্যানারে ১৪ নভেম্বর অজয়ের বিপরীতে পর্দায় হাজির হবেন রাকুল প্রিত সিং। ২১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’। বাষট্টির চীন-ভারত যুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবি দিয়ে চার বছরের বিরতি ভেঙে পর্দায় ফিরছেন ফারহান। একটি যুদ্ধের নির্মম পরিণতি ফুটিয়ে তোলা হয়েছে এতে। পরিচালক রজনীশ ঘাই সিনেমার প্রধান চরিত্র ফারহান আখতারকে প্রকাশ্যে আনলেও আর কারা আছেন, সে ব্যাপারে রহস্য রেখে দিয়েছেন। আর বছরের একেবারে শেষের চমক হিসেবে থাকছে আলিয়া ভাটের ‘আলফা’। সঙ্গে থাকছেন শর্বরী ওয়াঘ। দুজন সুপার নারী এজেন্টের রোমাঞ্চকর জগৎ নিয়ে বানানো হচ্ছে ‘আলফা’। একের পর এক বিপজ্জনক মিশনগুলো সাহসিকতার সঙ্গে মোকাবিলা করার দুর্দান্ত সব স্ট্যান্ট রয়েছে ‘আলফা’য়। ছবিতে আলিয়া-শর্বরীর বেশ কটি অ্যাকশন দৃশ্যে থাকবে সর্বাধুনিকতার ছোঁয়া।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত