Homeবিনোদননকশীকাঁথা ব্যান্ডের নতুন গান ‘জরিনা’

নকশীকাঁথা ব্যান্ডের নতুন গান ‘জরিনা’

[ad_1]

বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।

জরিনা গান নিয়ে সাজেদ ফাতেমী বলেন, ‘আমাদের ব্যান্ডের এ ধরনের গান এটাই প্রথম। যুগে যুগে কালে কালে কবি-সাহিত্যিকেরা লোকজ ঐতিহ্যের অনুসন্ধান করতে গিয়ে নারীকে অন্যতম প্রধান উপাদান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাঁদের কবিতা, গল্প, উপন্যাস কিংবা নাটকে নারীর জীবনধারা তুলে ধরেছেন, যেখানে আবহমান বাংলার নারী তার রূপ ও যৌবনের মায়াময় ছোঁয়ায় আবিষ্ট করেছে পাঠককে। তেমনি এক নারীর রূপে মাতোয়ারা একদল মানুষের আগ্রহ ও কৌতূহল নানা মজার কাহিনির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে জরিনা গানে।’

সাজেদ ফাতেমী আশা প্রকাশ করে বলেন, ‘সহজ কথার গানটির সুর খুব চেনা মনে হবে। কোরাস ও হারমোনি এবং সুরে বিশেষ একধরনের ভাঁজ এ গানে ভিন্ন মাত্রা যোগ করায় সহজে শ্রোতাকে আকৃষ্ট করবে।’

গানের ভিডিও বানিয়েছেন সোহাগ ওয়াজিউল্লাহ। এতে জরিনা চরিত্রে অভিনয় করেছেন মডেল সুমাইয়া রিমু। তাঁর সঙ্গে আছেন নকশীকাঁথার সদস্য সাজেদ ফাতেমী, ফয়সাল আদনান, বুলবুল সাহা, মাহবুব সোহেল, জে আর সুমন, মনোজ মণ্ডল ও পলাশ নন্দী। আরও আছেন গোলাম রসুল ও জুয়েল খান। ইউটিউবের পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিকটকসহ ২১টি অনলাইন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে জরিনা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত