Homeবিনোদননজরুলজয়ন্তীর যত আয়োজন

নজরুলজয়ন্তীর যত আয়োজন


আজ ১১ জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। দিনটিকে ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া শিল্পকলায় রয়েছে নানা আয়োজন। নতুন করে তৈরি হয়েছে গান এবং আয়োজন করা হয়েছে কনসার্টের। নির্বাচিত কিছু অনুষ্ঠানের খবর নিয়ে এ প্রতিবেদন।

বিটিভি

সকাল ৯টায় প্রচার করা হবে শিশুতোষ অনুষ্ঠান ‘দুরন্ত নজরুল’। বিকেল ৪টা ৫ মিনিটে রয়েছে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোর ওপর প্রামাণ্য অনুষ্ঠান। নজরুলের কবিতা থেকে আবৃত্তির অনুষ্ঠান রয়েছে সন্ধ্যা ৭টায়। রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানের মালা’। ফেরদৌস আরার উপস্থাপনায় এ অনুষ্ঠানে গাইবেন ফাতেমা তুজ জোহরা, ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস আরা প্রমুখ। আলেখ্যানুষ্ঠান ‘সব্যসাচী নজরুল’ প্রচারিত হবে রাত ১০টায়। গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন প্রিয়াংকা গোপ।

দুরন্ত টিভি

সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। অমিত চৌধুরীর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে সাধনার শিল্পীরা। বেলা ১১টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটক ‘গল্পের ঝুড়ি’। কাজী নজরুল ইসলামের কাহিনি অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রহমত আলী, অপরূপা, জাহিন, রাতুল, প্রত্যুষা, তপতী প্রমুখ।

জিটিভি

নজরুল জয়ন্তী উপলক্ষে জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’-এ অতিথি হয়ে আসছেন নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে উঠে আসবে শিল্পীর জীবনের নানা অজানা কথা। ইকবাল খন্দকারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার করা হবে রাত ৮টা ৩০ মিনিটে।

বাংলাভিশন

বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘ধূমকেতু’। নজরুলের গান ও কবিতা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এ ছাড়া নজরুলসংগীত শোনাবেন সালাউদ্দিন আহমেদ। সঞ্চালনা করবেন সাকিলা মতিন মৃদুলা।

কুমিল্লা শিল্পকলায় ৩ দিনব্যাপী অনুষ্ঠান

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ২৫, ২৬ ও ২৭ মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানের। ২৫ মে বেলা ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আলোচনা পর্ব শেষে হবে সংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া ২৬ মে রাজধানীর বালাদেশ শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। এতে গান শোনাবেন ফাতেমা তুজ জোহরা, সুস্মিতা দেবনাথ সূচি, সালাউদ্দিন আহমেদ। পরিবেশিত হবে নাটক ‘সেতুবন্ধ’।

এক দিন পিছিয়ে নজরুল কনসার্ট

১০ ব্যান্ডের অংশগ্রহণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছে নজরুল কনসার্ট ‘চল চল চল’। ৩০ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক দিন পিছিয়ে ৩১ মে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এতে অংশ নেবে ব্যান্ড ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর।

নতুনভাবে ‘কারার ঐ লৌহ কপাট’

নতুন আয়োজনে তৈরি করা হয়েছে কাজী নজরুল ইসলামের অনন্য সৃষ্টি ‘কারার ঐ লৌহ কপাট’। নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ১৮ জন শিল্পী। এতে রয়েছেন নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফা থেকে শুরু করে এ সময়ের সাব্বির জামান, শান সায়েক, এস কে বনি, জোবায়ের শাওনসহ অনেকে। মিউজিক আলফার ব্যানারে প্রকাশ পেয়েছে গানটি।

চার শিল্পীর অ্যালবাম

নজরুলের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হয়েছে অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব। গতকাল রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হয় প্রকাশনা অনুষ্ঠান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত