Homeবিনোদননতুন করে সাজানো হচ্ছে মার্ভেল কমিকস

নতুন করে সাজানো হচ্ছে মার্ভেল কমিকস


করোনার ধাক্কা, লেখক ও অভিনয়শিল্পীদের ধর্মঘট সামলে ২০২৪ সালে স্বরূপে ফিরবে হলিউড—এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু সত্যিকার অর্থে গত বছরটা হলিউডের জন্য খুব সুবিধার যায়নি। বিশেষ করে সুপারহিরো সিনেমার ভরাডুবি ছিল চোখে পড়ার মতো। তাই দর্শক ফেরাতে এবার নতুন করে ছক সাজাচ্ছে মার্ভেল কমিকস। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভক্ত বিশ্বজুড়ে। তাই অ্যাভেঞ্জার্স ও এক্স-ম্যান ফ্র্যাঞ্চাইজির মিশেল ঘটাচ্ছে মার্ভেল।

সুপারহিরোদের টানা ব্যর্থতার মধ্যেও গত বছর আশার আলো দেখায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। রায়ান রেনল্ডস অভিনীত ডেডপুল চরিত্রটিকে দেখা যায় উলভারিনের সঙ্গে। পাশাপাশি ভক্তদের জন্য উপরি পাওনা হিসেবে ছিল জেনিফার গার্নার অভিনীত এক্স-ম্যান ফ্র‍্যাঞ্চাইজির ইলেকট্রা চরিত্রটি। অনেক দিন ধরেই নতুন অ্যাভেঞ্জার্স তৈরির চেষ্টা করছে মার্ভেল। সেই উদ্দেশ্যেই ‘থান্ডারবোল্টস’-এর অবতারণা, যা মুক্তি পায় ২ মে। বক্স অফিসের নিরিখে এটি অনেক সাফল্য পেয়েছে বলা না গেলেও দ্য নিউ অ্যাভেঞ্জার্সের গোড়াপত্তন হয়ে গেছে। এমনটাই মনে করছে মার্ভেল কর্তৃপক্ষ।

থান্ডারবোল্টস সিনেমাটিও একদল সুপারহিরোর কাহিনি। এর কিছু চরিত্র আগের কোনো না কোনো সিনেমা-সিরিজে দেখা গেছে, কিছু আবার একেবারেই নতুন। ইতিমধ্যে মার্ভেল তাদের পরবর্তী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’-এর ঘোষণা দিয়েছে। এই সিনেমার বড় চমক আয়রনম্যানখ্যাত রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন। এতে ডক্টর ডুমের চরিত্রে হাজির হবেন তিনি। পুরোনো নায়কদের মধ্যে থর রূপে ক্রিস হেমসওয়ার্থ এবং লোকির চরিত্রে টম হিডলস্টোন থাকবেন। স্পাইডার ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ চরিত্র দুটিও থাকবে ডুমসডেতে। তবে এ সিনেমার অন্যতম আকর্ষণ এই প্রথম এক্স-ম্যান, ফ্যান্টাস্টিক ফোর এবং অ্যাভেঞ্জাররা হাজির হবে এক কাহিনিতে। মার্ভেলের ষষ্ঠ অধ্যায়ের চমক এটাই।

অ্যাভেঞ্জার্স ডুমসডে আসবে আগামী বছর। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। এ সিনেমা দিয়ে পরিচালনায় ফিরছেন অ্যান্টনি রুশো এবং জ্যো রুশো। এ ছাড়া পরবর্তী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স’-এর প্রাথমিক কাজ চলছে, যার নেতৃত্বে থাকছেন রুশো ব্রাদার্স। অন্যদিকে এ বছরের জুলাই মাসে আসছে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: কার্স্ট স্টেপস’। মার্ভেল ভক্তরা আশা করছেন, মেলবন্ধনের রহস্য অনেকটাই খোলসা হবে এই সিনেমায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত