Homeবিনোদননতুন বছরে শ্রোতাদের জন্য লালনের উপহার

নতুন বছরে শ্রোতাদের জন্য লালনের উপহার

[ad_1]

দেশের জনপ্রিয় ব্যান্ড লালন। সম্প্রতি চার বাউল সাধকের গান নিয়ে তাদের নতুন অ্যালবাম ‘বাউলস অব বেঙ্গল’ প্রকাশ হয়। সাতটি গান নিয়ে সাজানো এ অ্যালবামের গানগুলো শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলে। এবার লালন ভক্তদের আরও একটি সুখবর দিলেন ব্যান্ডের দলনেতা ও ড্রামার থিন হান মং তিতি। জানালেন নতুন বছর ভক্তদের জন্য থাকছে আরও তিনটি নতুন গান।

এদিকে বছর শেষে লালনের রয়েছে কনসার্ট ব্যস্ততা। এ মাসে এরই মধ্যে তারা বেশ কয়েকটি কনসার্ট করে ফেলেছে। সামনে রয়েছে তাদের আরও চারটি কনসার্ট।

এ নিয়ে তিতি বলেন, ‘ভক্তদের ভালোবাসায় আমাদের স্টেজ শো আগের চেয়ে অনেক বেড়েছে। সেই ধারাবাহিকতায় আমরা ১৫ ডিসেম্বর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ১৭ ডিসেম্বর মেহেরপুর, ১৮ ডিসেম্বর খুলনা ও ২৩ ডিসেম্বর নরসিংদী কনসার্ট করব। শো সামনে আরও বাড়তে পারে। কারণ অনেক নতুন শোয়ের কথা হচ্ছে।’

এ সময় নতুন বছরে লালন ভক্তদের জন্য নতুন গান আসছে বলেও জানান তিতি। বলেন, “এর মধ্যে আমরা নতুন একটি অ্যালবাম প্রকাশ করেছিলাম, যা শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। তাই আসছে বছর নতুন অ্যালবাম নয়, শ্রোতাদের জন্য আমাদের তিনটি নতুন গান থাকবে। যার মধ্যে প্রয়াত সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের সঙ্গে আমাদের একটি কোলাবেরশন থাকবে, তার শ্রদ্ধায়। যার শিরোনাম ‘বাগানের মালি’। এরই মধ্যে এটি তৈরি হয়ে গেছে। নতুন বছর প্রকাশ পাবে। এ ছাড়া আরও দুটি নতুন গানের কাজ চলছে।”

নতুন বছর গানের পাশাপাশি স্টেজ শোয়ের ব্যস্ততাও রয়েছে দলটির। এ ছাড়া দেশের বাইরে বেশ কিছু কনসার্ট নিয়ে কথাও হচ্ছে, এমনটাই জানান তিতি।

লালনের বর্তমান লাইনআপ: তাহজিব উর রশীদ (বেজ গিটার), আরাফাত বসুনিয়া (কিবোর্ড), মহন্ত সরকার (গিটার), শারুফ ইসলাম ফায়াস (হারমোনিক ভোকাল), নিগার সুলতানা সুমি (লিড ভোকাল) ও থিন হান মং তিতি (ড্রামস)।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত