Homeবিনোদননতুন রাজনৈতিক থ্রিলারে মনোজ বাজপেয়ী

নতুন রাজনৈতিক থ্রিলারে মনোজ বাজপেয়ী


জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী এবং খ্যাতনামা পরিচালক-প্রযোজক বিপুল আমৃতলাল শাহ প্রথমবারের মতো একসঙ্গে করতে চলেছেন। আর সেটাও হতে চলেছে এক রাজনৈতিক থ্রিলার গল্পে। ‘গভর্নর’ নামের এই হাই-ভোল্টেজ সিনেমায় মনোজ বাজপেয়ীকে দেখা যাবে এক চমকপ্রদ ও জটিল চরিত্রে, যা বলিউডে নতুন আলোচনার ঝড় তুলতে চলেছে। সিনেমার চিত্রনাট্য থেকে শুরু করে তারকা জুটির এক্সপ্রেরিমেন্টাল উপস্থিতি- সব মিলিয়ে বলিউড পেতে চলেছে এক পলিটিকাল ব্লাস্ট। সূত্র : বলিউড হাঙ্গামা

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করবেন মনোজ বাজপেয়ী, আর সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে। ‘আঁখে’, ‘ওয়াক্ত : দ্য রেস এগেইনস্ট টাইম’, ‘নমস্তে লন্ডন’, ‘লন্ডন ড্রিমস’, ‘অ্যাকশন রিপ্লে’ এবং ‘নমস্তে ইংল্যান্ড’-এর মতো দর্শকপ্রিয় ছবির পরিচালক বিপুল আমৃতলাল শাহ এবারও নতুন সিনেমাটি প্রযোজনা করছেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা সানইসাইন পিকচার্স এর ব্যানারে।

আরও জানা যায়, চলচ্চিত্রটি পরিচালনা করবেন, চিন্ময় মাণ্ডলেকার। ইতোমধ্যেই ‘গভর্নর’ ছবিটি প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে এবং গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্র গুলো সন্ধান করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটির শুটিং শুরু হবে আগামী জুলাই-আগস্ট মাসে।

‘গভর্নর’-এ মনোজ বাজপেয়ীকে এক সম্পূর্ণ নতুন ধরনের চরিত্রে দেখা যাবে, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সিনে- বিশ্লেষকরা।
এদিকে, বিপুল শাহ একইসঙ্গে আরেকটি সিনেমার কাজ করছেন। আসন্ন ‘হিসাব’ নামের এই হেইস্ট থ্রিলারে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত ও শেফালি শাহ। এই চলচ্চিত্রটি ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়ার কথা রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত