Homeবিনোদননতুন রেকর্ড গড়ার পথে শাকিবের ‘বরবাদ’ (ভিডিও)

নতুন রেকর্ড গড়ার পথে শাকিবের ‘বরবাদ’ (ভিডিও)

[ad_1]

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার মধ্যে আয়ের দৌড়ে এগিয়ে রয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। বাংলা সিনেমার ইতিহাসে এত অল্প সময়ে এত ভালো ব্যাবসার রের্কড নেই বল্লেই চলে।
বিশ্বব্যাপী সগৌরবে চলছে শাকিব খানের বরবাদ। ছবি : সংগৃহীত

গত ঈদে মুক্তি পাওয়া, রায়হান রাফী পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার গ্রস কালেকশন ছিল ৫৬ কোটি টাকা যা এখন পর্যন্ত ঢাকাই সিনেমায় সর্বোচ্চ আয়কারী সিনেমা বলে গণ্য করা হয়। তবে এবার নিজের করা রেকর্ড , নিজেই ভাঙতে চলেছেন শাকিব।

গত শনিবার রাতে বরবাদ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ২০ দিনে গ্রস কালেকশন প্রায় ৫০ কোটি ৮২ লাখ টাকা। মুক্তির প্রথম সাত দিনে গ্রস কালেকশন ছিল ২৭ কোটি ৪৩ লাখ টাকা এবং পরবর্তী ১৩ দিনে আরও ব্যবসা করেছে প্রায় ২৩ কোটি টাকার।

এ তো গেল কেবল দেশীয় বাজারের হিসাব। সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি, যা অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রদর্শন হচ্ছে। প্রযোজকরা আশা করছেন, সেখান থেকেও প্রায় ১০ থেকে ১৫ কোটির মতো আয় হতে পারে। সবকিছু মিলিয়েই এখনও পর্যন্ত বরবাদের আয় ৫১ কোটি ছুঁয়ে ফেলেছে।

ঈদের তৃতীয় সপ্তাহে এসেও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে। ছবি : সংগৃহীত

সিনেমার সংশ্লীষ্টদের দাবি বরবাদ সিনেমার এই ক্রেজ এবং আয়ের ঝড় আগামী ঈদুল আজহা পর্যন্ত অব্যাহত থাকবে। সেদিক থেকেও এই সিনেমার আয়ের ঝুলিতে আরও যোগ হতে পারে ২০-৩০ কোটি টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বরবাদ সিনেমার হাত ধরেই কি তাহলে একশ কোটির গণ্ডি ছুতে চলেছে ঢালিউড? এখন শুধু সময়ের অপেক্ষা, এই প্রশ্নের উত্তর ও মিলবে খুব শীঘ্রই।




[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত