Homeবিনোদননাইট ক্লাবে বিস্ফোরণের দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের, টার্গেটে ছিলেন বাদশাও

নাইট ক্লাবে বিস্ফোরণের দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের, টার্গেটে ছিলেন বাদশাও

[ad_1]

বলিউডে এখন বৈরী হাওয়া চলছে। আসছে একের পর এক হত্যার হুমকি। এ তালিকায় বহু আগে থেকেই সালমান খান তো ছিলেনই, নতুন করে যুক্ত হয়েছে শাহরুখ খানের নাম। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়েছে। রাজনীতির পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে সখ্য ছিল তাঁর। এবার হত্যার হুমকির তালিকায় যুক্ত হলেন র‍্যাপার বাদশাহ। তবে কি এবার লক্ষ্য পাঞ্জাবি এই গায়ক?

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চণ্ডীগড়ের দুটি বার কাম লাউঞ্জ ‘দ্য ডি অরা ক্লাব’ এবং ‘সেভিল বার অ্যান্ড লাউঞ্জে’র বাইরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বাদশার নাইট ক্লাবে বিস্ফোরণের দায় স্বীকারও করল লরেন্স বিষ্ণোই গ্য়াং। শুধু তাই নয়, তারা জানিয়েছে, তাদের টার্গেটে ছিলেন বাদশা। গায়ককে ভয় পাওয়াতে এবং প্রাণনাশের হুমকি দিতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

খবর অনুযায়ী, লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের একটি জেলে বন্দী রয়েছেন। লরেন্সের নেটওয়ার্কের মাধ্যমে ঘটানো হয়েছে এই বিস্ফোরণ। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় বিষ্ণোই ঘনিষ্ঠ গোল্ডি ব্রার তরফ থেকে জানানো হয়েছে, তার দলের সদস্যরা নাইট ক্লাবের মালিকদের প্রোটেকশন মানি দেওয়ার জন্য ডেকেছিলেন। কিন্তু মালিকেরা তা উপেক্ষা করায় এই বিস্ফোরণ।

দিলবাগ ধালিওয়াল (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তদন্তকারী অফিসার ঘটনাস্থলে ভাঙা কাচ দেখেছেন। ফরেনসিক দল এসেছে।

তিনি আরও জানান, একটি এফআইআর দায়ের হয়েছে। তদন্তও চলছে। এর বেশি আপাতত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে বাদশা এখনো মুখ খোলেননি।

বাদশাহ ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে তাঁর ব্যান্ড মাফিয়া মন্দিরে সংগীতে কর্মজীবন শুরু করেন। ২০১২ সালে হানি সিং থেকে আলাদা হয়ে তাঁর স্বতন্ত্র হরিয়ানি গান ‘কার গায়ি চুল’ মুক্তি দেন। ২০১৬ সালের বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ চলচ্চিত্রে তাঁর গান ব্যবহার করা হয়। এ ছাড়া, ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’ সিনেমায় গান করে বেশ আলোচনায় আসেন।

বাদশাহর একক গান ‘ডিজে ওয়ালে বাবু’ মুক্তির পর মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়। গানটি মাত্র ৩০ ঘণ্টায় ইউটিউবে ১০ লাখেরও বেশি বার দেখা হয়। তিনি ‘ওয়াখরা সোয়াগ’ গানে নাভ ইন্দারের সঙ্গে সহযোগী হন, যা ২০১৬ সালে শ্রেষ্ঠ দ্বৈত’র জন্য পাঞ্জাবি সংগীত পুরস্কার এবং বছরের সর্বোচ্চ জনপ্রিয় গান অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনের তালিকায় ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তাঁর নাম উঠে আসে।

আরও পড়ুন:



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত