Homeবিনোদননাগরিক টিভির দুই সেলিব্রিটি শোতে ১৪ অভিনেত্রী

নাগরিক টিভির দুই সেলিব্রিটি শোতে ১৪ অভিনেত্রী

[ad_1]

প্রতি ঈদে তারকাদের অংশগ্রহণে টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করে নানা অনুষ্ঠানের। এবার নাগরিক টিভির সপ্তাহব্যাপী ঈদের আয়োজনে থাকছে দুটি সেলিব্রিটি শো। ‘তারকা আড্ডা’ ও ‘তারায় তারায়’ শিরোনামের এই দুই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১৪ জন অভিনেত্রী। সঞ্চালনায় থাকছেন দুজন তারকা উপস্থাপিকা। প্রতিটি পর্বে একজন করে তারকা বসবেন উপস্থাপকের মুখোমুখি। কথা বলবেন নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হবে তারকা আড্ডা। মৌসুমী মৌর উপস্থাপনায় অতিথি হিসেবে থাকবেন বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মিম মানতাসা, তাবাস্সুম ছোঁয়া ও শিরিন শিলা।

অন্যদিকে তারায় তারায় অনুষ্ঠানে থাকবেন শবনম বুবলী, জাকিয়া বারী মম, সাদিয়া জাহান প্রভা, সারিকা সাবরিন, সামিরা খান মাহি, মুমতাহিনা টয়া ও রুকাইয়া জাহান চমক। উপস্থাপনা করবেন নীল হুরে জাহান। দেখা যাবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত