Homeবিনোদননা জানিয়ে ইউটিউবে নাটক রিলিজ, নির্মাতা ও অভিনেতার ক্ষোভ

না জানিয়ে ইউটিউবে নাটক রিলিজ, নির্মাতা ও অভিনেতার ক্ষোভ

[ad_1]

নাটক কিংবা সিনেমার প্রচার নিয়ে নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের পাল্টাপাল্টি অভিযোগ নতুন কিছু নয়। এবার ঈদের একটি নাটকের প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা নিলয় আলমগীর। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতা জানান, নির্মাতা ও অভিনয়শিল্পীদের না জানিয়ে দীপ্ত নাটক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘আপন পর’ নামের একটি নাটক।

ইউটিউবে নাটক প্রকাশের আগে ফেসবুকে পোস্টার, ট্রেলার রিলিজ করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে প্রচারের পর গতকাল দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে কোনো রকম প্রচার ছাড়াই প্রকাশ পেয়েছে নাটক ‘আপন পর’। ইউটিউবে নাটক প্রচারে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতা রাখি ও অভিনেতা নিলয় জানান, নাটকটি রিলিজের বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

ফেসবুকে নিলয় আলমগীর লেখেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ‍্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (গতকাল)। কিন্তু রিলিজের ব‍্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না। হয়তো এই নাটকের প্রযোজক আলী বশির সাহেব জানেন।’

যেকোনো কাজ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচার গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি উল্লেখ করে নিলয় লেখেন, ‘যেহেতু ডিজিটাল প্ল‍্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’

এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তার দিকে প্রশ্ন তুলেছেন অভিনেতা। এদিকে নিলয় আলমগীরের পোস্ট শেয়ার করে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন, ‘একটা নাটক আপলোড করার আগে নাটকের ডিরেক্টর, আর্টিস্টদের সঙ্গে কথা বলা উচিত।’

আপন পর নাটকের গল্পে দেখা যায়, ছোটবেলায় মা হারানো সোহাগ তার বাবা মারা যাওয়ার পর দাদির কাছে ছোট ভাই রেজাউলকে রেখে মালয়েশিয়া চলে যায়। এরপর আর কোনো খোঁজখবর নেয়নি ভাইয়ের। সেই থেকে নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে বড় হয় রেজাউল। হঠাৎ করে একদিন নিজের স্ত্রীকে নিয়ে সোহাগের কাছে মালয়েশিয়ায় চলে যায় রেজাউল। তার ইচ্ছা জীবনের কয়েকটা দিন বড় ভাইয়ের সঙ্গে কাটানো। সেখানে যাওয়ার পর রেজাউল ও তার স্ত্রীকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা।

আপন পর নাটকে নিলয় আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আরও আছেন আশরাফুল আলম সোহাগ, হানিফ পালোয়ান, শর্মী প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত