Homeবিনোদননা ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা

না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা

[ad_1]

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর মেয়ে জাকিয়া রেজওয়ানা। গুলশান আরার বয়স হয়েছিল ৫৯ বছর। 

জাকিয়া রেজওয়ানা জানান, চার দিন আগে হার্ট অ্যাটাক করার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁর মা গুলশান আরা। গতকাল রাতে অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকালে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আসর জানাজা শেষে মায়ের কবরের পাশে গুলশান আরা আহমেদকে দাফন করা হবে।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় গুলশান আরার। পরবর্তীতে তিনি প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। এরপর নিয়মিত কাজ করেছেন নাটক ও সিনেমায়। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’-এর চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।

গুলশান আরার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন সহকর্মীরা। মিশা সওদাগর থেকে ছোট পর্দার নির্মাতা কাজল আরেফিন অমিসহ শোবিজের অনেক কলাকুশলী অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পরিচালক এম রাহিম ফেসবুকে লিখেছেন, ‘শ্রদ্ধেয় গুলশান আরা আহমেদ আজ সকালে ইন্তেকাল করেছেন। এত দ্রুত এই প্রস্থান কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমরা শোকাভিভূত। ‘জংলি’ আপনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। আপনি আজীবন আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন।’

পরিচালক কাজল আরেফিন অমি লিখেছেন, ‘আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকালে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করব আপা। আল্লাহপাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত